Kriti Sanon: বিশেষ কাজে ইন্দোর রওনা হচ্ছেন কৃতি! প্রকাশ্য়ে এল নতুন তথ্য়
Kriti Sanon: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী কৃতি শ্য়ানন।
কলকাতা: ফিল্মি পরিবারের না হয়েও বলিউডে নিজের মাটি যথেষ্ট শক্ত করছেন অভিনেত্রী কৃতি শ্য়ানন। দেশ-বিদেশে তাঁর ভক্তদের সংখ্য়া রীতিমত ঈর্ষা করার মত। সম্প্রতি প্রকাশ্য়ে এসেছে নতুন খবর। বলিউডসূত্রে খবর, একটি হাইপ্রোফাইল অনুষ্ঠানের জন্য় ইন্দোর যাচ্ছেন কৃতি। সেই অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখাও করতে চলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন...
Priyanka Chopra : 'আমি যাই করি না কেন মানুষ ভুল খুঁজে বের করবে', কেন এমন বললেন প্রিয়ঙ্কা?
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৃতী শ্যানন অভিনীত ছবি 'শেহজাদা' (Shehzada)।পরিচালক রোহিত ধবনের এই ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতী। 'শেহজাদা'। সুপারহিট তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তেলুগু ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। 'শেহজাদা' ছবির ট্রেলার, টিজান ও বেশ কয়েকটি গান মুক্তি পেতেই নেট দুনিয়ায় এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ে। কিন্তু দর্শকদের যতটা উচ্ছ্বাস নেট দুনিয়ায় দেখা গিয়েছিল, তার বিশেষ প্রভাব বক্স অফিস কালেকশনে পড়ল না। ফলে প্রথম দিন মাত্র ৬ কোটি আয় নিয়েই থামতে হল এই ছবিকে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কৃতি শ্য়াননের ছবি 'শেহজাদা' প্রথম দিন ৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনও খুব বিশেষ ভালো ব্যবসা করতে পারল না এই ছবি। সূত্রের খবর, দ্বিতীয় দিনও ৬ থেকে সাড়ে ৬ কোটি টাকার মতো ব্যবসা করে 'শেহজাদা'। দুদিনে মোট ১২ থেকে সাড়ে ১২ কোটি টাকার ব্যবসা করেছে কার্তিক আরিয়ানের ছবি। এর প্রধান কারণ হিসেবে জানা যাচ্ছে, প্রেক্ষাগৃহে এখনও চলছে 'পাঠান'। তার পাশাপাশি মুক্তি পেয়েছে আরও বেশ কিছু ছবি। ফলে আশা জাগিয়েও আশানুরূপ ফল করতে ব্যর্থ 'শেহজাদা'।
এখন অভিনেত্রী ব্য়স্ত 'দ্য ক্রু' (The Crew) ছবির শ্যুটিং-এ। এই ছবিতে কৃতীর পাশপাশি দেখা যাবে করিনা কপূর (Kareena Kapoor Khan) ও তব্বু (Tabu)কে। ছবিতে অভিনয় করছেন দিলজিৎ দোসনজও (Diljit Disanjh)। পর্দায় এই প্রথম তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। একতা কপূর ও রিয়া কপূরের প্রযোজনায় আসছে এই ছবি। ড্রামা ও কমেডির মিশেলে তৈরি হবে এই ছবি।
ধুঁকতে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে তৈরি কমেডি ড্রামা ঘরানার ছবি এটি। তিন মহিলা, যাঁরা কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তাঁদের জীবনের গতি অন্যদিকেই মোড় নেয়, যার ফলে তাঁরা ধীরে ধীরে মিথ্যার জালে জড়িয়ে পড়েন। এমনই হচ্ছে ছবির গল্প।