Krushna Abhishek: 'দ্য কপিল শর্মা শো'তে কি আদৌ আর ফিরবেন? ক্রুষ্ণা যা বললেন...
ফের কি 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যাবে ক্রুষ্ণা অভিষেককে? তিনি কি আদৌ আর ফিরবেন তিনি? এই প্রসঙ্গে খোলাখুলি মনের কথা জানিয়ে দিলেন ক্রুষ্ণা।
মুম্বই: 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) নতুন সিজনে নেই ক্রুষ্ণা অভিষেক (Krushna Abhishek)। বেশ কিছুদিন ধরে নানা জল্পনা চলার পর অবশেষে এই খবরেই শিলমোহর পড়েছে। খোদ ক্রুষ্ণা অভিষেকই জানিয়ে দিয়েছেন যে, কপিল শর্মার শোয়ের নতুন সিজনে তিনি নেই। এর কারণ হিসেবে বেতন সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। কিন্তু ফের কি 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যাবে ক্রুষ্ণা অভিষেককে? তিনি কি আদৌ আর ফিরবেন তিনি? এই প্রসঙ্গে খোলাখুলি মনের কথা জানিয়ে দিলেন ক্রুষ্ণা।
'দ্য কপিল শর্মা শো'তে ফেরার প্রসঙ্গে ক্রুষ্ণা অভিষেক-
সম্প্রতি স্ত্রী কাশ্মীরা শাহের সঙ্গে দেখা যায় ক্রুষ্ণা অভিষেককে। তাঁকে জিজ্ঞাসা করা হয় 'দ্য কপিল শর্মা শো'-এ ফেরার প্রসঙ্গে। পাশাপাশি কপিল শর্মার সঙ্গেও তাঁর সম্পর্কে অবনতি হয়েছে বলে গুঞ্জন রটে। ক্রুষ্ণা বলেন, 'আরে কোনও ব্যাপার নেই। আজ আমরা দুজনে (তিনি ও কপিল শর্মা) অস্ট্রেলিয়া যাচ্ছি। জানি না আমার আর কপিলের সম্পর্কে কেন এত গুঞ্জন রটেছে। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। আমি ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। ওটা আমারও শো। আমি আবারও ওই শোয়ে ফিরব।'
আরও পড়ুন - Kunal Kemmu: নতুন জার্নি শুরু করলেন কুণাল খেমু
প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় ফের দেখা যেতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, আসন্ন সিজন একেবারে নতুন অবতারে দেখতে পাবেন দর্শকেরা। 'দ্য কপিল শর্মা শো'-এর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, 'এবার 'দ্য কপিল শর্মা শো' একেবারে ভিন্ন রূপে আসছে। অনেক নতুন শিল্পীরা যুক্ত হবেন এখানে। আসন্ন সিজনে আর দেখা যাবে না ক্রুষ্ণা অভিষেককে। সম্প্রচারিত চ্যানেল খুব শীঘ্রই অফিশিয়ালি ঘোষণা করবেন যে কবে থেকে দেখা যাবে।' সূত্রের এই খবরে শিলমোহর দিয়ে ক্রুষ্ণা অভিষেক বলেন, 'করছি না 'দ্য কপিল শর্মা শো'। এগ্রিমেন্ট ইস্যুর কারণে এই সিদ্ধান্ত।' সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বেতন সংক্রান্ত সমস্যার জন্যই শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রুষ্ণা অভিষেক। অন্য একটি সূত্রে বলা হচ্ছে, 'নির্মাতা এবং ক্রুষ্ণা অভিষেক দুপক্ষই তাঁদের সেরা চেষ্টা চালিয়েছে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার। কিন্তু এই ঘটনার অন্যতম বড় কারণ হল পারিশ্রমিক সমস্যা। আশা করা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো'-এর নির্মাতাদের সঙ্গে ক্রুষ্ণা অভিষেকের এই সমস্যা শীঘ্রই মিটে যাবে। আর তিনি দ্রুত শোয়ে ফিরে আসবেন। এখনও আমরা আশা ছাড়ছি না।' এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি কপিল শর্মা (Kapil Sharma)।