ছেলের জন্য কেন ক্ষমা চাইতে হল কুমার শানুকে? কী ঘটনা জেনে নিন
গত ২৭ বছর ধরে জান ও পরিবারের সঙ্গে আমি থাকি না। ওঁর মা ওকে কীভাবে বড় করেছে, সেটা বলতে পারব না। তবে বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
মুম্বই : ছেলের মারাঠি বিরোধী মন্তব্যের অভিযোগের জেরে তৈরি হওয়া ক্ষোভের আঁচ কমাতে সাফাই দিতে হল কুমার শানুকে।
বিগ বসের ১৪তম সংস্করণের প্রতিযোগী প্রখ্যাত গায়কের ছেলে জান কুমার শানু। সেখানে এক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কথাবার্তার সময় তাঁকে মারাঠিতে কথা বলতে বারণ করেন শানু পুত্র। জানান, মারাঠি শুনলে তাঁর বিরক্ত লাগে। যে মন্তব্যের পরই ‘মারাঠা বিরোধী’ তকমা লাগে জানের গায়ে। প্রবল ক্ষোভের মুখে পড়েন তিনি।
অবস্থা আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে দেখে আসরে নামতে হয় কুমার শানুকে। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ‘মহারাষ্ট্র, মুম্বই ও মুম্বা দেবীর সৌজন্যেই যাবতীয় নাম-খ্যাতি পেয়েছি। এরকম কোনও বিদ্বেষমূলক কথা আমি ভাবতেই পারি না। ব্যক্তিগতভাবে পছন্দ করি মারাঠি ভাষায় গান গাইতে। গত ২৭ বছর ধরে জান ও পরিবারের সঙ্গে আমি থাকি না। ওঁর মা ওকে কীভাবে বড় করেছে, সেটা বলতে পারব না। তবে বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
পরিস্থিতির গুরুত্ব বুঝে শানুর বার্তা তাদের চ্যানেলেও প্রকাশ করেছে বিগ বসের সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ। জানের মা রিতা ভট্টাচার্যও বিবৃতি দিয়ে বিগ বসকে শুধুমাত্র একটা প্রতিযোগিতা হিসেবেই দেখে কাউকে মর্মাহত না হওয়ার আবেদন করেছেন। তাঁর ছেলের মারাঠি ভাষাকে অপমান করার কোনও অভিপ্রায় ছিল না বলেও দাবি করেছেন তিনি।