Kumar Sanu: রাজনীতি করে আমায়, আমারই গান থেকে বাদ দেওয়া হচ্ছে! হেরে যাব না
Kumar Sanu Exclusive : রাজার রাজত্বে কি সম্প্রতি ভাটার টান? কেন প্রথম সারির সঙ্গীতশিল্পীদের তালিকা থেকে দূরে সরে যাচ্ছেন কুমার শানু? রয়েছে কোনও জমাট ক্ষোভ, অভিমান?
কলকাতা: '....তাজ়া তাজ়া কলি খিলি হ্যায়, হাম উসকে দিওয়ানে হ্যায়'... নব্বইয়ের দশকের এই হিট গানের মতোই তাঁর কণ্ঠ আজও যুবক। (Entertainment News) যাঁর গান শুনে একটা গোটা প্রজন্মের কৈশোর, যৌবন কেটেছে, তিনি কুমার শানু (Singer Kumar Sanu)। বাংলা থেকে শুরু করে, সুরকে সঙ্গী করে, বিভিন্ন ভাষায় যাঁর অবাধ যাতায়াত... তাঁর শিকড় কিন্তু এই বাংলাতেই। উত্তর কলকাতা (Kolkata) থেকে জীবন শুরু করেছিলেন কুমার শানু। আর এখন, টলিউড (Tollywood) থেকে শুরু করে বলিউডে (Bollywood) তাঁকে এক ডাকে সবাই চেনে। কিন্তু রাজার রাজত্বে কি সম্প্রতি ভাটার টান? কেন প্রথম সারির সঙ্গীতশিল্পীদের তালিকা থেকে দূরে সরে যাচ্ছেন কুমার শানু? রয়েছে কোনও জমাট ক্ষোভ, অভিমান? সকালের শরীরচর্চা সেরে, কলকাতার পাঁচতারা হোটেলে নিজের ঘরে বসে, এবিপি লাইভের (ABP Live) কাছে মনের কথা উজাড় করে দিলেন, কুমার শানু (Kumar Sanu)
একটা যুগ, নব্বইয়ের দশক দাপিয়ে বেরিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে কেন একটু কমই শোনা যায় কুমার শানুর গান? কী বদলে গিয়েছে তাঁর সাম্রাজ্যে? কুমার শানুর কথায়, 'গানের জগৎটা অনেকটা বদলে গিয়েছে। কিছু মনোপলি হয়েছে। কিছু রাজনীতির স্বীকার হচ্ছি আমরা, এখনই হচ্ছে। এখানকার গোটা সিস্টেমটাই চলে মিউজ়িক কোম্পানির অঙ্গুলি হেলনে। একসময়ে আমাদের সঙ্গীতশিল্পীদের মধ্যে কত একতা ছিল। এখন আর কিছুই নেই। সবাই মিউজিক কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে নিজের নিজের মতো করে রাজনীতি করছে। ধরুন একটা সিনেমার রিমেক এল। সেখানে ২ জন গায়ক পুরনো ছবিরই থাকলেন আর আমায় বদলে নতুন একজনকে দিয়ে গাওয়ানো হল আমার গানটা। আসলে ওই দু'জন মিউজিক কোম্পানির সঙ্গে বন্দোবস্ত করে ফেলেছেন। আমি স্পষ্ট কথার মানুষ। এই ধরণের রাজনীতি হলে আমাদের পক্ষে তো টিঁকে থাকাই মুশকিল। অনেক জায়গা থেকে আমায় বাদ দেওয়া হয়েছে। এই কোম্পানির সঙ্গে চুক্তিটা আমার দ্বারা হবে না। আমি বাঙালি বলে আমার সঙ্গে একটু বেশিই রাজনীতি হয়। অথচ একসময় এই বাঙালিরাই মিউজিক ইন্ডাস্ট্রিকে চালনা করেছে। জানি না, কী রাজনীতি চলছে। আমি কোনও মিউজিক কোম্পানিতে তেল দিই না। কিন্তু আমি রাজনীতির শিকার হব না। লড়ে যাব। আমার অনুরাগীরা অনেক সময় প্রশ্ন করেন, ছবিতে আমার গান নেই কেন? তাঁদের বলতে চাই, আমার সঙ্গে রাজনীতি হচ্ছে।'
আরও পড়ুন: Kumar Sanu : "বাঙালি বলে রাজনীতির শিকার, লড়ে যাবই", বিস্ফোরক কুমার শানু | ABP Ananda LIVE
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।