Kumar Sanu : "বাঙালি বলে রাজনীতির শিকার, লড়ে যাবই", বিস্ফোরক কুমার শানু | ABP Ananda LIVE
'....তাজ়া তাজ়া কলি খিলি হ্যায়, হাম উসকে দিওয়ানে হ্যায়'... নব্বইয়ের দশকের এই হিট গানের মতোই তাঁর কণ্ঠ আজও যুবক। (Entertainment News) যাঁর গান শুনে একটা গোটা প্রজন্মের কৈশোর, যৌবন কেটেছে, তিনি কুমার শানু (Singer Kumar Sanu)। বাংলা থেকে শুরু করে, সুরকে সঙ্গী করে, বিভিন্ন ভাষায় যাঁর অবাধ যাতায়াত... তাঁর শিকড় কিন্তু এই বাংলাতেই। উত্তর কলকাতা (Kolkata) থেকে জীবন শুরু করেছিলেন কুমার শানু। আর এখন, টলিউড (Tollywood) থেকে শুরু করে বলিউডে (Bollywood) তাঁকে এক ডাকে সবাই চেনে। সদ্য নিজের ইউটিউব চ্যানেল (YouTube) ও খুলেছেন তিনি। কিন্তু রাজার রাজত্বে কি সম্প্রতি ভাটার টান? কেন প্রথম সারির সঙ্গীতশিল্পীদের তালিকা থেকে দূরে সরে যাচ্ছেন কুমার শানু? রয়েছে কোনও জমাট ক্ষোভ, অভিমান? সকালের শরীরচর্চা সেরে, কলকাতার পাঁচতারা হোটেলে নিজের ঘরে বসে, এবিপি লাইভের (ABP Live) কাছে মনের কথা উজাড় করে দিলেন, কুমার শানু (Kumar Sanu)