Bollywood News: ২ সন্তান-সহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে পরিত্যাগ, ১০০ টাকা রোজ দিতেন মাত্র? কুমার শানুর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, প্রাক্তন স্ত্রীকে নোটিস গায়কের
Kumar Sanu: তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলে অভিযোগ তারকা সঙ্গীতশিল্পীর।

নয়াদিল্লি: বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েই চলেছে। সেই আবহেই গার্হস্থ্য নির্যাতন, পরিবার ও সন্তানের প্রতি অবহেলার অভিযোগ উঠেছে। সেই নিয়ে এবার প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কুমার শানু। প্রাক্তন স্ত্রী যে সব অভিযোগ তুলেছেন, তাতে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলে অভিযোগ তারকা সঙ্গীতশিল্পীর। মিথ্যে অভিযোগ এনে তাঁর কীর্তি খর্ব করা যাবে না বলেও দাবি করেছেন কুমার শানু। (Kumar Sanu)
কুমার শানুর সঙ্গে নিজের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন অভিনেত্রী কুনিকা সদানন্দ। জানিয়েছিলেন, তাঁর সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকাকালীন আরও একজনের সঙ্গে জড়িয়ে পড়েন কুমার শানু। তাই সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই নিয়ে বিতর্কের মধ্যেই কুমার শানুর প্রথম পক্ষের স্ত্রী রীতা ভট্টাচার্য সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। আর তাতেই তাঁকে আইনি নোটিস ধরালেন কুমার শানু। (Bollywood News)
আইনজীবী সানা রইস খানের মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিস ধরিয়েছেন কুমার শানু। তাতে বলা হয়েছে, ‘৪০ বছরেরও বেশি সময় ধরে কুমার শানু সঙ্গীতের প্রতি নিজেকে উৎসর্গ করে রেখেছেন, লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছেন, বিনিময়ে গোটা পৃথিবীর কাছ থেকে ভালবাসা, সম্মান পেয়েছেন। কিছু মিথ্যে কথা সাময়িক সাড়া ফেললেও, শিল্পীর কীর্তিকে মুছে ফেলতে পারবে না, যিনি কয়েক প্রজন্মকে সঙ্গীত, স্মৃতি উপহার দিয়েছেন। ওঁকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা হলে, ওঁর সম্মান, উত্তরাধিকার, পরিবারকে অসম্মান করার চেষ্টা হলে, আইনি উপায়ে তা প্রতিহত করা হবে।’
সম্প্রতি কুমার শানুর বিরুদ্ধে মুখ খোলেন রীতা। তিনি জানান, তৃতীয় সন্তান গর্ভে থাকাকালীনই তাঁর উপর অত্যাচার চালান কুমার শানু। দুই সন্তান-সহ তাঁকে কার্যতই পথে বসানো হয়। রীতার বক্তব্য, “ও ছেলেদের দুধ পর্যন্ত জোগায়নি। দেয়নি চিকিৎসার খরচও। আমার সন্তানদের কী পরিমাণ অত্যাচার করেছেন ওই ব্যক্তি, তা কেউ জানেন না। গোয়ালা এসে জানান, তাঁকে আসতে বারণ করা হয়েছে। তার পরও উনি আমাদের দুধ দিতে রাজি ছিলেন। আমার তিন সন্তানকে প্রসব করিয়েছেন যে ডাক্তার, তাঁর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।”
রীতা আরও জানান, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সেই সময় দিন পিছু তাঁকে মাত্র ১০০ টাকা ধরাতেন কুমার শানু। তাঁর এমন অবস্থা ছিল যে ওই ১০০ টাকাই হাত পেতে নিতেন, যাতে দুই ছেলের পেট ভরাতে পারেন। বিল মা মেটাতে পারায় তাঁদের বিদ্যুৎসংযোগও কেটে দেওয়া হয় সেই সময়। নিজের সব গয়না বিক্রি করতে হয় তাঁকে। তিনি জীবনে অত্যন্ত ভাল সময় দেখেছেন যেমন, তেমনই খুব খারাপ সময় দেখেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে অভুক্ত রেখে কুমার শানু মজা পেতেন, অন্যের সঙ্গে নিজের সম্পর্ক দেখিয়ে বেড়াতেন বলেও দাবি করেছেন রীতা।
রীতার অভিযোগ, ২০০৫ সালে মুম্বইয়ে ভয়ঙ্কর বন্যা হলে, তাঁর দুই ছেলে হারিয়ে যায়। সেই সময় কুমার শানুকে জানিয়েও কোনও লাভ হয়নি। তিনি নির্বিকার ছিলেন। রীতার দাবি, ছেলেরা ঠিক আছে কি না, তা একবার জানতে পর্যন্ত চাননি কুমার শানু। রীতা জানিয়েছেন, কুমার শানু তাঁকে পথে বসাতে চেয়েছিলেন। বিনাপয়সায় বিবাহবিচ্ছেদের জন্য হুমকি পর্যন্ত দেওয়া হয় মাফিয়া দিয়ে। 'আশিকি' বাংলোটিও তিনি পেতেন না, বালাসাহেব ঠাকরে সেটি তাঁকে পাইয়ে দেন। কোনও উপায় না দেখে তিনি বালাসাহেবের দ্বারস্থ হন। তাতেই বাংলোটি হাতে পান।
১৯৮০ সালে কুমার শানুর সঙ্গে বিয়ে হয় রীতার। ১৯৯৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের আগেই যদিও কুনিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কুমার শানু। ২০০১ সালে সালোনী ভট্টাটার্যকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই মেয়ে রয়েছে।






















