(Source: ECI/ABP News/ABP Majha)
Lady Chatterjee: মাদকের নেশায় ডুবে অরুণিমা, কিনারা করতে পারবেন মৃত্যু রহস্যের?
Film Lady Chatterjee: পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের (Sagnik Chatterjee) হাত ধরে ফের বড়পর্দায় আসছে আরেক মহিলা গোয়েন্দার গল্প। 'লেডি চ্যাটার্জী'।
কলকাতা: ক্ষুরধার বুদ্ধি, অন্ধকার অতীত আর টাকা উপার্জন করা কেবলমাত্র মাদক কেনার জন্য! পর্দায় এমনই চরিত্রকে ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অরুণিমা ঘোষ (Arunima Ghosh)। চরিত্রের নাম যাজ্ঞসেনী চট্টোপাধ্যায় (Jagyosheni Chatterjee), কিন্তু তাঁর চরিত্র বেশি পরিচিত 'লেডি চ্যাটার্জী' (Lady Chatterjee) নামেই।
পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের (Sagnik Chatterjee) হাত ধরে ফের বড়পর্দায় আসছে আরেক মহিলা গোয়েন্দার গল্প। 'লেডি চ্যাটার্জী'। ছবির নামভূমিকায় অভিনয় করছেন অরুণিমা ঘোষ (Arunima Ghosh)। তবে এই মহিলা গোয়েন্দা বাকি সবার মতো আদর্শ চরিত্র নয়। গোয়েন্দাসুলভ ক্ষুরধার বুদ্ধি ও হাবভাবের সঙ্গে তাঁর চরিত্রে বিস্তর আপত্তিকর জায়গাও রয়েছে। ক্যামেলিয়া প্রযোজনা (Camellia Productions) সংস্থার ব্যানারে তৈরি হবে এই ছবিটি। (Camellia Productions)
সেগুলো ঠিক কী কী? 'লেডি চ্যাটার্জী'- চরিত্রটির বৈশিষ্ট্যই হল, সে বেশিরভাগ সময়েই মাদকাসক্ত থাকে। খারাপ ব্যবহারের জন্য এহেন 'লেডি চ্যাটার্জী'-র বেশ নাম থুড়ি দুর্নাম রয়েছে বটে। কিন্তু যে সমস্ত অপরাধীরা চিন্তায় ফেলে পুলিশকেও, তাদের পরিকল্পনা বানচাল করতে এই 'লেডি চ্যাটার্জী'-র চেয়ে যোগ্য মানুষ পাওয়া দুষ্কর। কলকাতা পুলিশের হয়ে (Kolkata Police Department) গোয়েন্দা হিসেবে কাজ করে সে। কখনও কখনও কাজ করেছে গোপন চর হিসেবেও। কিন্তু তার টাকা উপার্জনের একটাই লক্ষ্য, মাদক কেনা।
গল্পের শুরু একটি ব্যবসায়ী পরিবারের গল্পের। ঘুমের মধ্যে হাঁটতে গিয়ে একটি খুন হয়ে যায়। সেই নিয়েই শুরু হয় গল্প। এই ঘটনারই কিনারা করতে তদন্তে নামে 'লেডি চ্যাটার্জী'। আদৌ কি এই ঘটনার সমাধাম করতে পারবে যাজ্ঞসেনী? সেই উত্তর মিলবে বড়পর্দায়।
ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন অরুণিমা ঘোষ (Arunima Ghosh), কলকাতা পুলিশ অফিসার অভিজিতের ভূমিকায় অভিনয় করেছেন দেবাশীষ মণ্ডল (Debasish Mondal)। 'লেডি চ্যাটার্জী'-র প্রতি লালবাজারের এই পুলিশ অফিসার একটু দুর্বল। লেডি চ্যাটার্জীর বোনের ভূমিকায় অভিনয় করছেন অলিভিয়া সরকার (Alivia Sarkar)। ইন্দ্রনাথ মল্লিকের ভূমিকায় অভিনয় করছেন সৌমন বসু (Souman Bose), জেসিপি অদ্রীশ সেনের ভূমিকায় অভিনয় করছেন তথাগত বন্দ্যোপাধ্যায় (Tathagata Banerjee), ইন্দ্রনাথ মল্লিকের প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন রূপসা চট্টোপাধ্যায় (Rupsha Chatterjee)। রানা বসু ঠাকুর (Rana Basu Thakur) অভিনয় করছেন থানার বড়বাবুর চরিত্রে। রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করছেন সবুজ বর্ধন (Sobuj Bardhan)। 'মন্দার'-এর পেদো অর্থাৎ সুদীপ ধারা (Sudeep Dhara) রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। শ্রীতমা দে ও দীপ দে-ও রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে।
আগামীকাল অর্থাৎ ২২ জুলাই থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং।