Lara Dutta Update: সহ-অভিনেতাদের অদ্ভূত সমস্ত অভ্যাস ফাঁস করলেন লারা দত্ত
সম্প্রতি বলিউড অভিনেত্রী লারা দত্তের ওয়েব সিরিজ 'কৌন বনেগি শিখরবতী' মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে একজন রাজকুমারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রোমোশনে এসে সলমন থেকে অক্ষয়ের গোপন অভ্যাস ফাঁস করলেন।
মুম্বই: বলিউডের বহু প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta)। কখনও তাঁকে দেখা গিয়েছে সলমন খানের সঙ্গে। কখনও আবার স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় কুমারের সঙ্গে। কোন অভিনেতার কী কী অভ্যাস রয়েছে। যা বহু বছর ধরেও বদলায়নি। এক সাক্ষাৎকারে তা ফাঁস করলেন লারা দত্ত।
সম্প্রতি বলিউড অভিনেত্রী লারা দত্তের ওয়েব সিরিজ 'কৌন বনেগি শিখরবতী' মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে একজন রাজকুমারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েব শোয়ের প্রোমোশন করতে এসে সলমন খান (Salman Khan) থেকে অক্ষয় কুমারের (Akshay Kumar) গোপন অভ্যাস ফাঁস করলেন অভিনেত্রী।
সলমন খানের সঙ্গে 'নো এন্ট্রি', 'পার্টনার' ছবিতে অভিনয় করেছেন লারা দত্ত। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'এখনও গভীর রাতে ফোন করে ও (সলমন খান)। ও তখনই ঘুম থেকে ওঠে। আর ওর ফোনও তখনই আসে।' অন্যদিকে, অক্ষয় কুমারের সঙ্গেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন লারা দত্ত। 'আন্দাজ', 'ভাগম ভাগ' ছবির পর সম্প্রতি 'বেল বটম' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা। গত বছর মুক্তি পায় সেই ছবি। অক্ষয় কুমারের অভ্যাস প্রসঙ্গে বলেন, 'ও (অক্ষয় কুমার) এখনও সকলের আগে ঘুম থেকে ওঠে। যখন কেউ ঘুম থেকে ওঠে না, অক্ষয় উঠে পড়ে।' সলমন, অক্ষয়ের পর সঞ্জয় দত্ত প্রসঙ্গে লারা জত্ত বলেন, 'খুবই চুপচাপ স্বভাবের মানুষ সঞ্জয়। যখনই কারও সঙ্গে দেখা হয়, খুব লাজুক আর চুপচাপ স্বভাবের।' প্রসঙ্গত, সঞ্জয় দত্তের সঙ্গে ২০০৬ সালে 'জিন্দা' ছবিতে অভিনয় করেন লারা দত্ত।
আরও পড়ুন - Boney Kapoor Update: শ্রীদেবীর পিঠে লেখা 'বনি', পুরনো ছবি ভাইরাল নেট দুনিয়ায়
সদ্য মুক্তি পাওয়া ওয়েব শো 'কৌন বনেগি শিখরবতী'তে লারা দত্তের সঙ্গে দেখা গিয়েছে সোহা আলি খান, কৃতিকা কামরা এবং অনয়া সিংহকে। কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহের চার কন্যার ভূমিকায় অভিনয় করেছেন চারজন অভিনেত্রী।