এক্সপ্লোর
Advertisement
বিপন্মুক্ত লতা মঙ্গেশকর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ
‘সঙ্গীতশিল্পী হওয়াতেই সুস্থ হওয়া সহজ হয়েছে, শিল্পী হওয়াতে ওঁর ফুসফুসের শক্তি অনেক বেশি’, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ
মুম্বই: ভাল আছেন লতা মঙ্গেশকর। চিকিত্সায় সাড়া দিচ্ছেন শিল্পী। অনেকটাই বিপন্মুক্ত লতাজি। ‘সঙ্গীতশিল্পী হওয়াতেই সুস্থ হওয়া সহজ হয়েছে, শিল্পী হওয়াতে ওঁর ফুসফুসের শক্তি অনেক বেশি’, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ‘কখন লতাজিকে ছেড়ে দেওয়া হবে, তা জানানো হবে’, বলা হল ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে।
শ্বাসকষ্ট হওয়ার সোমবার ভোর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল কিংবদন্তী গায়িকা ৯০ বছরের লতা মঙ্গেশকরকে। পরে অবশ্য তাঁর সুস্থ থাকার খবর দেয় হাসপাতাল। এমনও শোনা যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
তবে মঙ্গলবার হাসপাতালের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, শিল্পী ভাইরাল চেস্ট কনজেশন নিয়ে ভরতি হয়েছিলেন। তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়। অ্যান্টিবায়োটিক ওষুধও দেওয়া হয়। সময়মতো ওষুধ পড়ায় এখন বেশ ভাল আছেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর ৯০-তে পা দেন লতা।
হাসপাতাল সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানায়, তাঁকে রাত দুটোর সময় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
লতা হিন্দি গানই এক হাজারের বেশি গেয়েছেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ভাষায় গান। ২০০১-র ভারতরত্ন দেওয়া হয় তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement