এক্সপ্লোর
Advertisement
বিতর্কিত ছবি ‘লিপস্টিক আন্ডার মাই বরখা’র ট্রেলর মুক্তি, মধ্যমাটি সিবিএফসি নয়, কার দিকে নির্দেশ করছে জানেন?
মুম্বই: সেন্সর বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার মুক্তি পেয়েছে আলঙ্ক্রিতা শ্রীবাস্তব পরিচালিত ‘লিপস্টিক আন্ডার মাই বরখা’র ট্রেলর। ছবিতে মধ্যমাটি কারও একটা দিকে আঙুল তুলেছে। সে সম্পর্কে ছবির উপস্থাপক এবং পরিবেশক একতা কপূর যিনিও উপস্থিত ছিলেন মঙ্গলবারের অনুষ্ঠানে জানান, আঙুলটি সেন্সর বোর্ড নয়, পুরুষতান্ত্রিক সমাজের দিকে তোলা হয়েছে। তারপর তিনি চাঁচাছোলা ভাষায় বলেন, তাঁর সমস্যা সিবিএফসির সঙ্গে নয়, সমাজের ভাবনাচিন্তায়।
প্রসঙ্গত, সমাজই নারীর দিকে এমন ভাবে আঙুল তোলে, তাঁদের ছোট থেকে এমনভাবে ভাবতে শেখায়, সেটা নিয়েই আপত্তি ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র প্রমিলাবাহিনীর। সেদিক দিয়ে সেন্সর বোর্ডতো সমাজের প্রতিনিধি হিসেবে তাঁদের ছবিতে আপত্তি তুলেছিল। একতার কথায়, প্রতিটি মেয়েকেই জীবনের কোনও না কোনও সময় নানা ভাবে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। ছোট থেকেই মহিলারা শিখে যান, কীভাবে নিজেকে সম্ভাব্য বিপদ থেকে বাঁচিয়ে চলতে হবে। আর সেই ছোট ছোট ঘটনাগুলিই চারটি মেয়ের চরিত্রের মাধ্যমে দর্শককে দেখানো হবে।#lipstickundermyburkha trailer launch: No problem with #CBFC, but with society, says #EktaKapoor#RatnaPathakShah https://t.co/kFXeb9KLXq pic.twitter.com/p4Au5vn3O6
— Free Press Journal (@fpjindia) June 28, 2017
"It was such a well written script." Says @konkonas #LipstickUnderMyBurkhaTrailer pic.twitter.com/XfLTlFCSbL — ???? Under My Burkha (@LipstickMovie) June 27, 2017ট্রেলর মুক্তির সাংবাদিক বৈঠকে প্যানেলে উপস্থিত ছিলেন একতা কপূর, আলঙ্ক্রিতা শ্রীবাস্তব, কঙ্কনা সেন শর্মা, রত্না পাঠক শাহ, অহনা কুমরা এবং প্লাবিতা বোরঠাকুর। প্রসঙ্গত, প্রকাশ ঝা প্রযোজিত ছবিটি সিবিএফসি-র জাঁতাকলে দীর্ঘ ছমাস ধরে ফেঁসে ছিল। ছবিটি মূলত চার মহিলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং ছবির বিষয় হল তাঁদের যৌন চাহিদা এবং স্বাধীনতা। সম্প্রতি দীর্ঘ টানাপোড়েন শেষে ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটিকে সবুজ সঙ্কেত দিয়েছে সিবিএফসি। দেখুন ছবির ট্রেলর
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement