এক্সপ্লোর
ওজন কমানো কষ্টসাধ্য অভিজ্ঞতা: সলমন

মুম্বই: কুস্তিগীরের চেহারা থেকে ফের ছিপছিপে হওয়াটা বেশ কষ্টদায়ক। এমনটাই মনে করেন বলিউড তারকা সলমন খান।
‘সুলতান’ ছবির সময়ে কুস্তিগীর চরিত্রের প্রয়োজনে শরীরে ওজন চড়িয়ে চেহারা ভারী করেছিলেন সলমন। এবার পরবর্তী ছবির প্রয়োজনে ফের নিজের পুরনো চেহারায় তাঁকে ফিরতে হচ্ছে। এর জন্য প্রচুর কসরত করতে হচ্ছে।
‘সুলতান’-এ সলমনের দেহের ওজন ৯৬ কেজি ছিল। পরবর্তী ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর জন্য এখন তাঁকে প্রায় ২০ কেজি ঝরাতে হয়েছে। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ওজন কমিয়ে শারীরিক পরিবর্তন ঘটানো ভীষণই কষ্টদায়ক অভিজ্ঞতা।
আগামী জুন মাসে সলমনের অভিনীত আরেকটি ছবি ‘টিউবলাইট’ মুক্তি পেতে চলেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















