Melbourne Indian Film Festival: মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে মনোনীত 'লুডো', 'শেরনি' সহ একাধিক ছবি
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মনোনয়ন তালিকা প্রকাশ করল বিশ্বের অন্যতম বিখ্যাত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব, দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন।
নয়াদিল্লি: বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মনোনয়ন তালিকা প্রকাশ করল বিশ্বের অন্যতম বিখ্যাত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব, দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন। ভিক্টোরিয়া সরকারের পরিচালনায় এই অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয়। এখানে মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ছবি প্রদর্শিত হয়। ২০২১ সালে দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (IFFM 2021) দ্বাদশ বছর পূরণ করছে। করোনা অতিমারীর কারণে এই বছর অনুষ্ঠানটি ভার্চুয়ালি হবে। প্রায় ১০০টিরও বেশি ভারতীয় ছবি দেখানো হবে এই উৎসবে। প্রত্যেকটি ছবির মাধ্যমে এদেশের বৈচিত্র্যের উদযাপন হবে।
শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনীই নয়, সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে। এই বছর ভারতীয় চলচ্চিত্র জগতের ঐতিহাসিক উদযাপন করা হবে জানিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি শুরু হবে ২০ অগাস্ট। অন্যান্য বছরের তুলনায় এই বছরে IFFM-এর রোল অব অনার ক্যাটেগরিতে অনেক বেশি সংখ্যক সিনেমা দেখানো হবে। এই বছর ওয়েব শোয়ের মধ্যে তিনটি নতুন ক্যাটেগরি শুরু হয়েছে। এখন ওটিটি প্ল্যাটফর্মের রমরমা। তার সঙ্গে তাল মিলিয়ে নতুন ক্যাটেগরিগুলি চালু হচ্ছে। শ্রেষ্ঠ সিরিজ, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী। তবে যে সমস্ত ডিজিট্যাল প্ল্যাটফর্মগুলি অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পাবেন সেগুলির ভিত্তিতেই শ্রেষ্ঠত্বের বিচার হবে। ২০২০ সালের অগাস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত মুক্তি পাওয়া ছবি এবং কন্টেন্টের ভিত্তিতেই এই বিচার হবে।
এবারের তালিকায় রয়েছে অনুরাগ বসুর ছবি 'লুডো', বিদ্যা বালন অভিনীত এবং অমিত মাসুকা পরিচালিত ছবি 'শেরনি' এবং সুরিয়া প্রযোজিত ও অভিনীত এবং সুধা কোঙ্গারা পরিচালিত তামিল ছবি 'সুরারাই পোটরু' সহ একাধিক ছবি। শ্রেষ্ঠ ছবির মনোনয়ন তালিকায় রয়েছে সুদীপ্ত রায় পরিচালিত বাংলা ছবি 'তাসের ঘর'। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
প্রত্যেক বছর এই অনুষ্ঠানে সকলে সশরীরে উপস্থিত থাকেন। তবে করোনা অতিমারীর আবহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই বছরের অ্যাওয়ার্ড শো। এবারের জুরি প্যানেলে থাকবেন গ্লোবাল অ্যাওয়ার্ড জয়ী ফিল্ম এডিটর জিল বিলকক, বিখ্যাত অভিনেতা ভিন্স কলোসিমো, এবং পরিচালক জিওফ্রে রাইট।