এক্সপ্লোর
Indian Cricket Team: বলিউড নায়িকার প্রেমে পড়ে স্ত্রীকে ছেড়েছিলেন, ম্যাচ ফিক্সিংয়ের জন্য নির্বাসিতও হন এই ভারতীয় তারকা
Farheen Khan: পাঁচ বছর ও ১৭টি বলিউড সিনেমার পর ভারতীয় ক্রিকেট দলের তারকার জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলেন ফারহীন খান।

বিতর্কের অপর নাম মনোজ (ছবি: আইসিসি এক্স)
1/8

ভারতের হয়ে ওয়ান ডেতে ২৯ বার ব্যাটিংয়ে ওপেন করে প্রথম বল খেলার পাশাপাশি বল হাতে প্রথম ওভারও করেছেন তিনি।
2/8

ভারতের হয়ে ৩৯টি টেস্ট ও ১৩০টি ওয়ান ডে খেলে মোট ৩৪০০ আন্তর্জাতিক ওয়ান ডে রান করার পাশাপাশি ২৫৩টি উইকেট নিয়েছেন মনোজ প্রভাকর।
3/8

তবে তারকা অলরাউন্ডার বিবাহিত এবং এক বাচ্চার বাবা হওয়া সত্ত্বেও বলিউড তারকা ফারহীন খানের প্রেমে পড়েন।
4/8

ফারহীন খান সেই সময় নিজের কেরিয়ারের শীর্ষে ছিলেন। তাঁকে দ্বিতীয় মাধুরি দীক্ষিতও বলা হত। তবে সবকিছু ত্যাগ করেন তিনি।
5/8

১৯৯৩ সালে দুইজনের সাক্ষাৎ এক জিমে। সেখানে ফারহীন নিয়মিত যেতেন এবং মনোজ প্রভাকর যেতেন নিজের অনুশীলন সারতে।
6/8

পাঁচ বছর ও ১৭টি সিনেমার পর কেরিয়ারের একেবারে মধ্যগগণে সবকিছু ছেড়ে মনোজ প্রভাকরকে বিয়ে করেন ফারহীন।
7/8

পরে নয়াদিল্লিতে তাঁরা বাস শুরু করেন। দুইজনের রাহিল এবং মানাভাশ নামে দুই সন্তানও রয়েছে।
8/8

মনোজ ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হন। তবে তিনি দিল্লি, রাজস্থানের মতো দলকে কোচিং করিয়েছেন। নেপালেরও কোচ ছিলেন তিনি। তবে ব্যক্তিগত হোক বা ক্রিকেট কেরিয়ার, তিনি যে বারংবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন, তা বলাই বাহুল্য।
Published at : 18 Jan 2025 07:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
