এক্সপ্লোর
Rukmini Maitra: 'বিনোদিনী' মুক্তির আগে, শ্রীরামকৃষ্ণের স্মৃতি ছুঁয়ে দেখতে বেলুড়মঠে রুক্মিণী, করলেন প্রার্থনা
Rukmini Maitra as Binodini: সোশ্যাল মিডিয়ায় বেলুড় মঠে যাওয়ার ছবি শেয়ার করে নিলেন রুক্মিণী

চৈতন্য বেশে সেজে ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী
1/10

১৪০ বছর আগে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন বিনোদিনী দাসী। আর সেই কথা মনে রেখেই, 'বিনোদিনী' ছবির নতুন গান মুক্তির জন্য় বেলুড়মঠে ছুটে গেলেন পর্দার 'বিনোদিনী' রুক্মিণী মৈত্র ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
2/10

আজ মুক্তি পেল 'বিনোদিনী'-র নতুন গান, 'হরি মন মজায়ে'। সেই গান মুক্তির জন্যই বেলুড়মঠে গিয়েছিলেন অভিনেত্রী। নিলেন ঠাকুরের আশীর্বাদ। দেখা করলেন মহারাজদের সঙ্গে।
3/10

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করে নিয়েছেন রুক্মিণী। সেখানে দেখা যাচ্ছে, বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজের সঙ্গে বসে রয়েছেন রুক্মিণী ও রামকমল। আশীর্বাদ নিচ্ছেন তাঁর।
4/10

আজ গেরুয়া শাড়িতে সেজে বেলুড়মঠে গিয়েছিলেন রুক্মিণী, ঘুরে দেখেন মঠ চত্বর। আশীর্বাদ নেন মহারাজের। যে বিনোদিনীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের নাম, সেই বিনোদিনীর হয়েই বেলুড়মঠে গেলেন রুক্মিণী।
5/10

সদ্য 'বিনোদিনী' নিয়ে আলোচনায় ন্যাশানাল স্কুল অফ ড্রামার একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন রুক্মিণী। সেখানে তিনি 'বিনোদিনী'-র জীবন নিয়ে কথা বলেছেন।
6/10

অন্যদিকে, সদ্য রুক্মিণীর অনুরোধেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারের নাম বদলে করেছেন বিনোদিনী থিয়েটার। সেই সিদ্ধান্ত নিয়ে যারপরনাই খুশি রুক্মিণী। বারে বারেই সেই কথা বলেছিলেন তিনি।
7/10

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে বিনোদিনীর চরিত্রে অভিনয় করার একটি গল্প শুনিয়েছিলেন রুক্মিণী। তিনি জেনেছিলেন, বিনোদিনী যখনই চৈতন্য় বেশে অভিনয় করতেন, তাঁর ভীষণ জ্বর আসত। শরীর খারাপ করত।
8/10

শ্রীচৈতন্যের বেশে শ্যুটিং করার পরের দিনই জ্বর আসে রুক্মিণীরও। শুধু তাঁর নয়, গোটা ইউনিটই নাকি অসুস্থ হয়ে পড়েছিল। কারও জ্বর নামছিল না, কাজ করছিল না ওষুধ।
9/10

ইউনিটের সবার নামে পুজো দেওয়া হলেও, কোনও ফল হয়নি। শেষে একটি গঙ্গাস্নানের দৃশ্যে অভিনয় করার পরে, সবার একসঙ্গে জ্বর নেমে যায়। আরও একটি ঘটনা ঘটেছিল। বলা হয়েছিল স্টার থিয়েটারের ওপর নাকি বিনোদিনীর অভিশাপ রয়েছে। সেই জন্য নাকি একবার স্টার থিয়েটারে আগুন লেগে যায়।
10/10

রুক্মিণী দিয়েছিলেন অবাক করা তথ্য, বলেছিলেন, শ্যুটিং শেষ হওয়ার পরে, বিনোদিনীর জন্য যে সেট তৈরি হয়েছিল, তাও নাকি আগুন লেগে পুড়ে গিয়েছিল।
Published at : 19 Jan 2025 01:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
