Madhumita Sarcar Exclusive: এক্স ভ্যালেন্টাইনকে ছবির ভিলেন বানাতে চান, নতুন প্রেম নিয়ে চমক দেওয়ার ইঙ্গিত মধুমিতার?
Actress Madhumita Sarcar Exclusive: তিনি প্রেম করতে গিয়ে কখনও বাবা-মায়ের কাছে ধরা পড়ে গিয়েছেন কি না? উত্তরে হাসতে হাসতে মধুমিতা জানান, 'শুধু বকুনি! বাড়ি থেকে বের করে দিচ্ছিল!
কলকাতা: অভিনয় থেকে ব্যক্তিগত জীবন, তাঁকে নিয়ে অনুরাগীদের কৌতুহল থাকে সবসময়ই। তিনিও অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা, স্পষ্টবক্তা। এবিপি আনন্দ প্রেমদিবসের জন্য আয়োজন করেছিল 'হয়তো তোমারই জন্য', যেখানে দর্শকের প্রশ্নের উত্তরে খোলা মনে উত্তর দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। সেই আসরেই নিজের সম্পর্ক, প্রাক্তন প্রেম নিয়ে ঠোঁটকাটা জবাবে অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarar)।
কেমন কাটত মধুমিতার ভ্যালেন্টাইন্স ডে? অভিনেত্রী বলছেন, 'আমি যে ভ্যালেন্টাইন ছিল, সে এই দিনটায় খুব একটা বিশ্বাস করত না। আর তাই বিশেষ কিছু করা হত না এই দিনটায়। আমাদের বিয়ের দিনটাই ছিল ভ্যালেন্টাইন্স ডে।' কেমন ছিল প্রথম প্রেমপত্র পাওয়ার অভিজ্ঞতা? মধুমিতা বলছেন, 'স্কুলে পড়তে প্রচুর প্রেমপত্র আসতো। প্রথম প্রেমপত্র যখন এসেছিল, স্কুলে গিয়ে সবাইকে দেখিয়েছিলাম। তারপরে আমার প্রিয় বন্ধুকে সেটা দিয়ে বলেছিলাম, দেখ এটার কী উত্তর দেওয়া যায়।'
আরও এক অনুরাগী মধুমিতার থেকে জানতে চেয়েছিলেন, তিনি প্রেম করতে গিয়ে কখনও বাবা-মায়ের কাছে ধরা পড়ে গিয়েছেন কি না? উত্তরে হাসতে হাসতে মধুমিতা জানান, 'শুধু বকুনি! বাড়ি থেকে বের করে দিচ্ছিল! কিন্তু ওই যে, পেয়ার কিয়া তো ডরনা কেয়া? তাই নিজের যেটা ইচ্ছা করেছে তাই করেছি।' আরও একজন প্রশ্ন করেছেন, মধুমিতা কী এখন কারও প্রেমে পড়েছেন? ফের হেসে মধুমিতা বললেন, 'আগে ও খেয়েছি, এখনও খাচ্ছি কি না জানি না। হঠাৎ কোনও সারপ্রাইজ চলে আসতেই পারে।'
এক অনুরাগীর প্রশ্ন, কবে বিয়ে করছেন মধুমিতা? হেসে ফেলে মধুমিতা বললেন, এটার উত্তর আমার দেওয়া উচিত নয়। তবে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ খোলামেলা। আমি যখন কারও সঙ্গে নিজের ভবিষ্যতটা দেখতে পাব অবশ্যই জানাব।' একজন মধুমিতাকে প্রশ্ন করেছিলেন, যদি টলিউডে নিজের ছবির হিরো আর ভিলেন বেছে নেওয়ার সুযোগ পান মধুমিতা, তাঁরা কারা কারা হবেন? মজার ছলে মধুমিতার উত্তর, 'আমি ধনুশের খুব বড় ভক্ত। ও যদি একটু বাংলা শিখে নেয়, তাহলে ধনুশের সঙ্গে সিনেমা করার ইচ্ছা। আর ভিলেন হবে আমার এক্স ভ্যালেন্টাইন।'