'একসঙ্গে পথ চলার ২২ বছর', বিবাহবার্ষিকীতে স্বামীকে শুভেচ্ছাবার্তা মাধুরী দীক্ষিতের
নিজেদের বিভিন্ন সময়ের অজস্র ছবি দিয়ে তৈরি করেছেন একটি ভিডিও। সেখানে তাঁদের মা-বাবা থেকে শুরু করে সন্তানেরা সকলেই রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে 'দিল তো পাগল হ্যায়'-এর বিখ্যাত গানের সুর বসিয়েছেন।
নয়াদিল্লি: একসঙ্গে পথ চলার ২২ বছর, একসঙ্গে সংসার করার ২২ বছর, একে অন্যের আশ্রয় হয়ে ওঠার ২২ বছর। ২২ বছরের বিবাহ বার্ষিকীতে তাই ভালবাসার মানুষটিকে সক্কাল সক্কাল শুভেচ্ছা তো জানাতেই হয়। বলিউডের 'এভারগ্রিন ডান্সিং ডিভা' এবং সফল অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ডাক্তার শ্রীরাম নেনের আজ ২২তম বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনে স্বামীকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ভিডিও।
নিজেদের বিভিন্ন সময়ের অজস্র ছবি দিয়ে তৈরি করেছেন একটি ভিডিও। সেখানে তাঁদের মা-বাবা থেকে শুরু করে সন্তানেরা সকলেই রয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অভিনেত্রীর জনপ্রিয় সিনেমা 'দিল তো পাগল হ্যায়'-এর বিখ্যাত গান, 'আরে রে আরে'-এর সুর বসিয়েছেন। ভালবাসা বোঝানোর এই তো সেরা উপায়। ক্যাপশনে লিখেছেন, 'একসঙ্গে পথ চলার দুর্দান্ত ২২ বছর।' তাঁর পোস্টে একাধিক তারকা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
View this post on Instagram
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সপরিবারের তায়কোন্ডো ইউনিফর্মে ছবি পোস্ট করেন ডা. নেনে। ক্যাপশনে তিনি লেখেন, 'যে পরিবার একসঙ্গে খেলে, তারা একসঙ্গে থাকে। আমাদের একসঙ্গে প্রথম তায়কোন্ডো ইভেন্ট।'
View this post on Instagram
আরও পড়ুন: নতুন ছবির প্রথম টিজার পোস্টার শেয়ার অভিনেতা সানি দেওলের, আসতে পারে 'গদর ২'?