Mahalaya: 'কখনও দেবীর কোনও রূপে সামনে আসিনি, প্রথমবারেই দুর্গা', উচ্ছ্বসিত সোনামণি
Mahalaya Update: সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে দুর্গারূপে দেখা যাচ্ছে সোনামণিকে।
কলকাতা: প্রথমবার দুর্গার ভূমিকায় দেখা যাবে তাঁকে। নতুন ভূমিকা নিয়ে তিনি উচ্ছ্বসিত। অপেক্ষায়ও রয়েছেন বটে। কেমন ছিল দুর্গা হিসেবে তাঁর প্রস্তুতি? ছোট্ট ভিডিওতে সেই অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সোনামণি সাহা (Sonamoni Saha)।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে দুর্গারূপে দেখা যাচ্ছে সোনামণিকে। অভিনেত্রী বলছেন, 'এই চরিত্র নিয়ে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি। কিন্তু কখনও মা দুর্গার কোনও রূপেই আমি দর্শকদের সামনে আসিনি। প্রথমবার দুর্গারূপে দর্শকদের সামনে এসে ভালো লাগছে। আমায় বেশ কিছুটা প্রস্তুতি নিতে হয়েছে। এবার কেবল পর্দায় নিজেকে দেখার অপেক্ষা।'
অনুষ্ঠানের নাম 'যা চণ্ডী' (Ya Chandi)। মহালয়ার ভোরে সম্প্রচারিত হবে এই শো।
View this post on Instagram
দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ছোটপর্দায় নিজের পরিচিতি তৈরি করেছেন সোনামণি । ধারাবাহিক 'দেবী চৌধুরাণী' থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে । সদ্য ছোটপর্দা ছাড়িয়ে সোনামণি পা রেখেছেন বড়পর্দাতেও । 'বেহায়া' ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন সোনামণি । মৈনাক ভৌমিক (Mainak Bhowmick) এই ছবির পরিচালনা করছেন । ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar )। কিন্তু সাময়িক কিছু সমস্যার কারণে আপাতত বন্ধ রয়েছে 'বেহায়া'-র শ্যুটিং। সেই সমস্যা মিটলেই ফের শ্যুটিং শুরু হবে এই ছবির ।
আরও পড়ুন: Yash Nusrat: হাতির পিঠে সওয়ার যশ-নুসরত, বাঘের সঙ্গে যুগলে ফ্রেমবন্দি
চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে বাকি চরিত্রে কারা কারা অভিনয় করছেন । দুর্গার চরিত্রে দেখা যাবে শোলাঙ্কিকে । আপাতত 'গাঁটছড়া' ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি । মহিষাসুর হবেন সৌরভ দাস । পার্বতীর ভূমিকায় দেখা যাবে 'সাহেবের চিঠি'-র নায়িকা দেবচন্দ্রিমাকে । চামুণ্ডা হবেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা । শিবের ভূমিকায় দেখা যাবে 'গঙ্গারাম' খ্যাত অভিষেককে । মহেশ্বরীর ভূমিকায় দেখা যাবে 'খেলাঘর' -এর স্বীকৃতিকে । বৈষ্ণবীর ভূমিকায় থাকছেন 'গুড্ডি' শ্যামৌপ্তি । ঈন্দ্রির ভূমিকায় থাকছেন 'নবাবনন্দিনী' ধারাবাহিকের ইন্দ্রাণী । বারহীর ভূমিকায় দেখা যাবে 'খুকুমণি হোম ডেলিভারি'-র নায়িকা দ্বিপান্বিতাকে । নরসিংহীর ভূমিকায় দেখা যাবে 'বৌমা একঘর' ধারাবাহিকের নায়িকা সুস্মিতাকে । ব্রহ্মা হবেন কুশল । বিষ্ণু হিসেবে দেখা যাবে 'অনুরাগের ছোঁয়া'-র নায়ক দিব্যজ্যোতিকে। ইন্দ্র হবেন 'আলতা ফড়িং'-এর নায়ক অর্ণব ।