Yash Nusrat: হাতির পিঠে সওয়ার যশ-নুসরত, বাঘের সঙ্গে যুগলে ফ্রেমবন্দি
Yash Nusrat Update: বাঘের সঙ্গে ছবি দিয়েছেন তাঁরা, শুধু তাই নয়, জঙ্গল সাফারিতে গিয়ে হাতির পিঠে সওয়ার যশ-নুসরত।
কলকাতা: থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। সোশ্যাল মিডিয়ায় যুগলে শেয়ার করে নিচ্ছেন টুকরো টুকরো ভ্রমণের ছবি। তবে সদ্য শেয়ার করা ছবিতে যশ ও নুসরতের সঙ্গে রয়েছে আরও একজন! তিনি প্রমাণ সাইজের এক বাঘ! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন যশ ও নুসরত।
নুসরত আর যশের পোশাকে রঙমিলান্তি। দুজনেই পরেছিলেন উজ্জ্বল হলুদ রঙ। গাঢ় নীল ডেনিমের সঙ্গে হলুদ অফ শোলডার ক্রপ টপ পরেছিলেন নুসরত। অন্যদিকে উজ্জ্বল হলুদ শার্ট পরেছিলেন যশ, সঙ্গে নীল ডেনিম। বাঘের সঙ্গে ছবি দিয়েছেন তাঁরা, শুধু তাই নয়, জঙ্গল সাফারিতে গিয়ে হাতির পিঠে সওয়ার যশ-নুসরত।
View this post on Instagram
জীবনের অন্যতম সেরা সময়টি কাটাচ্ছেন নুসরত। একদিকে যেমন পরের পর শ্যুটিং, তেমনই কাজের ফাঁকে হামেশাই স্বামী যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-র সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নীল-গোলাপি ব্রালেট আর ফিনফিনে কাপড় কোমরে জড়িয়ে ছবি শেয়ার করেছিলেন নুসরত। সমুদ্রতীরে নুসরতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। নজর কাড়ছে নুসরতের চাবুক ফিগার। মা হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি নুসরতের। নিয়মিত শরীরচর্চা আর ডায়েটেই নুসরত আগের মতোই নজরকাড়া, লাস্যময়ী।
অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, যশের বলিউড ডেবিউর গুঞ্জন। শুধু গুঞ্জন নয়, জানা যাচ্ছে, ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে ছবি কিছু অংশের। তবে সেটা ছিল মুম্বইয়ের বাইরে। বাকি অংশের শ্যুটিং হবে মুম্বইতে। দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে পরিচালক-প্রযোজক ও নায়ক নায়িকাদের মধ্যে।
টলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন যশ। জানা যাচ্ছে, যশ ও দিব্যা ছাড়াও এই ছবিতে দেখা যাবে পার্ল ভি পুরি (Pearl V Puri), মিজান জাফরি (Meezaan Jafri) ও অন্যান্য একাধিক অভিনেতা অভিনেত্রী। এখনও পর্যন্ত এঁদের সঙ্গেই শ্যুটিং শেষ করেছেন যশ, তবে নায়িকার সঙ্গে অভিনয় এখনও বাকি তাঁর। সূত্রের খবর, সেই শ্যুটিং শুরু হবে জুলাইয়ের শেষের দিকে বা অগাস্ট মাসের প্রথমে। তখনই কলকাতা থেকে মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন যশ।
আরও পড়ুন: 'GoodBye' Trailer Out: রশ্মিকা মান্দান্না-অমিতাভ বচ্চনের 'গুডবাই' ছবির ট্রেলার প্রকাশ্যে