এক্সপ্লোর
Advertisement
অবশেষে নীরবতা ভাঙলেন, রণবীরের সঙ্গে তাঁর একান্তে কাটানো মুহূর্ত নিয়ে মুখ খুললেন মাহিরা খান
লাহৌর: পাকিস্তানের এক ফ্যাশন শোয়ে ক্যাটওয়াক করতে দেখা গেল সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর কপূরের সঙ্গে নাম জড়িয়ে যাওয়া পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। ১৭ অক্টোবর লাহৌরে আয়োজিত সেই শোয়ে মাহিরাকে দেখে সকলেই বাকরুদ্ধ। সাদা পোশাকে তিনি ছিলেন মোহময়ী। এমনকি প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে লরেল তাঁকে তাঁদের ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবেও নির্বাচিত করেছেন। অবশেষে সেই শোয়েই নিজের নীরবতা ভেঙে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন মাহিরা।
মাহিরা সেখানেই এক সাক্ষাত্কারে বলেন, একটি মেয়েকে তাঁর জীবনের কঠিন সময়, সুন্দর সময়, জীবনের বিভিন্ন ওঠা-পড়া, নানা ভুল এবং সাফল্যই একজন পরিণত মানুষ হিসেবে তৈরি করে। সেখানে তিনি নিজেকে ভাল রাখতে কোনও একজন মানুষের সঙ্গে মিশতেই পারেন, থাকতেই পারেন। সেখানে যদি বাইরে থেকে এসে কেউ তাঁদের জীবনে নজরদারি করেন, তাহলে সেটাকে পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই বলে মনে করেন মাহিরা। একটি মেয়ে, একজন মানুষ তিনি যেমন, তেমনই থাকা উচিত। জীবনটা তাঁর, সে কার সঙ্গে কীভাবে কাটাবে, মিশবে সেটা একান্তভাবেই সেই মানুষের সিদ্ধান্ত।
এর আগে এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে পরোক্ষে এই প্রসঙ্গে মাহিরা বলেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনে তিনি কার সঙ্গে মিশছেন, সেটা তাঁর একেবারেই নিজস্ব ব্যাপার। সেখানে দাঁড়িয়ে তিনি কাউকেই কোনও জবাবদিহি করার প্রয়োজন মনে করেন না।
প্রসঙ্গত, ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল, একটি পিছন খোলা পোশাকে রণবীরের সঙ্গে বসে ধূমপান করছেন মাহিরা। এই নিয়ে বিভিন্ন মহলে নানা কটাক্ষ ও সমালোচনার ঝড় ওঠে। রণবীর আগেই মুখ খুলেছেন। তিনি তাঁর বিরক্তিও প্রকাশ করেছেন। সেই ঘটনা নিয়ে লোকের কটাক্ষে ক্ষুব্ধ হয়েছিলেন রণবীরের বাবা ঋষি কপূরও। সেকথা তিনিও খোলাখুলি ভাবে জানিয়ে দিয়েছিলেন। এবার মুখ খুললেন মাহিরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement