'Radhe Shyam' Romantic Glimpse: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রকাশ্যে 'রাধে শ্যাম'-এর বিশেষ রোম্যান্টিক পোস্টার
এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে (Pooja Hegde)। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তির দিন স্থগিত হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশেষ পোস্টার 'রাধে শ্যাম' ছবির।
মুম্বই: দক্ষিণী তারকা প্রভাস (Prabhas) জনপ্রিয় আগেও ছিলেন। দক্ষিণের বহু ছবিতে অভিনয় করে তাঁর অনুরাগীও ছিলেন বহু মানুষ। কিন্তু 'বাহুবলী' ছবিটি তাঁর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছে। শোনা যায়, 'বাহুবলী' (Baahubali) মুক্তি পাওয়ার পর থেকে বহু বিয়ের ও প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি। বলিউডেও ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছেন প্রভাস। কয়েক বছর আগেই শ্রদ্ধা কপূরের বিপরীতে তাঁর ছবি 'সাহো' মুক্তি পায়। তবে গত বছর থেকে তাঁর আগামী ছবি 'রাধে শ্যাম'-এর (Radhe Shyam) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে (Pooja Hegde)। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তির দিন স্থগিত হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাই বিশেষ পোস্টার শেয়ার করা হল 'রাধে শ্যাম' নির্মাতাদের পক্ষ থেকে।
আরও পড়ুন - Vicky Kaushal: 'তোমার সঙ্গে রোজই ভালোবাসার দিন', ক্যাটরিনার সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট ভিকির
এদিন অভিনেতা প্রভাস তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentines Day 2022) স্পেশাল পোস্টার শেয়ার করেছেন। ছবিতে বরফের মধ্যে তুষারপাত উপভোগ করতে দেখা যাচ্ছে প্রভাস এবং পূজা হেগড়েকে। ছবি পোস্ট করে প্রভাস লেখেন, ''রাধে শ্যাম' ছবির নতুন পোস্টার দিয়ে প্রত্যেককে আমার পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।'
প্রসঙ্গত, বহু চর্চিত প্রেম কাহিনি নিয়ে তৈরি 'রাধে শ্যাম' (Radhe Shyam) ছবি মুক্তির নতুন তারিখ (New Release Date) ঘোষিত হয়েছে। পূজা হেগড়ে (Pooja Hegde) ও প্রভাস (Prabhas) অভিনীত এই ছবির নতুন মুক্তির তারিখ হচ্ছে ১১ মার্চ। ছবির একটি নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছবি নির্মাতারা নতুন তারিখ ঘোষণা করেন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেন। তবে শুধু 'রাধে শ্যাম' ছবিই নয়, একাধিক বিগ বাজেট ছবি যেমন 'আর আর আর'-এর মুক্তিও পিছিয়ে যায়। বলিউডের একাধিক ছবিও করোনার তৃতীয় ঢেউয়ে পিছিয়ে দেয় তাদের ছবির মুক্তি। তবে পরিস্থিতি এখন আবার অনেকটা নিয়ন্ত্রণে। ফলে ছবি মুক্তির নতুন তারিখও একে একে ঘোষিত হচ্ছে।