Malaika Arora: প্রেমিকার সঙ্গে প্রাক্তন স্বামীর ব্রেকআপ! কী বলছেন মালাইকা?
Moving In With Malaika: সম্প্রতি মালাইকা অরোরার সঙ্গে তাঁর শোয়ে হাজির ছিলেন কর্ণ জোহর। সেখানেই ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরলেন অভিনেত্রী।
মুম্বই: শুরু হয়েছে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) রিয়েলিটি শো 'মুভিং ইন উইথ মালাইকা' (Moving In With Malaika)। সেখানে বি টাউনের একাধিক তারকা হাজির থাকছেন। কখনও ফারহা খানকে দেখা যাচ্ছে উপস্থিত থাকতে তো কখনও অন্য কোনও তারকা। সম্প্রতি মালাইকা অরোরার সঙ্গে তাঁর শোয়ে হাজির ছিলেন কর্ণ জোহর (Karan Johar)। সেখানেই ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরলেন অভিনেত্রী।
আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে প্রেমিকা জিওর্জিয়া আদ্রিয়ানির?
সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রেমিকা জিওর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভেঙেছে আরবাজ খানের। বেশ কয়েক বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। চার বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে গিয়েছে। কর্ণ মালাইকাকে জিজ্ঞাসা করেন যে বর্তমানে আরবাজের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? মালাইকা স্পষ্ট জানিয়ে দেন যে, 'আমার মনে হয় এটা এখন খুবই মিষ্টি একটা সম্পর্ক। আমরা এখন আগের থেকে অনেক বেশি ভালো মানুষ আর বেশি ভালো আছি।' কর্ণ ফের জিজ্ঞাসা করেন যে, 'পড়লাম আরবাজের ব্রেকআপ হয়েছে। যদিও আমি নিশ্চিত নই। আমি জানিও না। তোমার কি মনে হয় না, এই সময়ে ওর পাশে তোমার থাকা প্রয়োজন?' কর্ণের প্রশ্নের জবাবে মালাইকা বলেন, 'না। আমি অত্যন্ত সত। আর এরকমই সত থাকতে চাই। আমি এমন ধরনের মানুষ নই, যে কারও ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাইব। আমি কোনও লাইন পেরোতে চাই না। অনেক ডিভোর্সি দম্পতি রয়েছে, যারা একে অপরের জীবনের সম্পর্কে জানতে ইচ্ছুক। আমি সে ধরনের নই। এসব থেকে দূরেই থাকি।'
">
আরও পড়ুন - Hrithik Roshan: 'স্কুলের দিনগুলো মারাত্মক যন্ত্রণাদায়ক ছিল', কেন এমন বললেন হৃত্বিক?
প্রসঙ্গত, এরপরই দুর্ঘটনার কবলে পড়ার স্মৃতিচারণা করেন মালাইকা অরোরা। বলেন, 'দুর্ঘটনার পর মনে আছে, যখন আমি বাড়ি ফিরি। দেখি পরিবারের সকলেই আমাকে দেখতে এসেছেন। কোনও কোনও শিকড় চিরকালীন হয়। আরহানের জন্য সকলে আরও বেশি করে আমাকে দেখতে এসেছিল।'
">