Hrithik Roshan: 'স্কুলের দিনগুলো মারাত্মক যন্ত্রণাদায়ক ছিল', কেন এমন বললেন হৃত্বিক?
Bollywood Celebrity Updates: ছেলেবেলা তাঁর কেমন কেটেছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হৃত্বিক রোশন। জানান, তাঁর স্কুলজীবন অত্যন্ত কষ্টদায়ক ছিল।
মুম্বই: সম্প্রতি পুরনো দিনের স্মৃতিচারণা করছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। ছেলেবেলা তাঁর কেমন কেটেছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। জানান, তাঁর স্কুলজীবন অত্যন্ত কষ্টদায়ক ছিল। কেন এমন বললেন 'কহো না পেয়ার হ্যায়' তারকা?
ছেলেবেলার দিনগুলোর স্মৃতিচারণা হৃত্বিক রোশনের-
এক সাক্ষাৎকারে হৃত্বিক রোশন জানালেন যে, ছেলেবেলায় তিনি খুবই লাজুক প্রকৃতির ছিলেন। তাঁর তোতলানোর সমস্যা ছিল। এমনকি তাঁর কোনও বন্ধুও ছিল না সে সময়ে। তাই স্কুল থেকে বাড়ি ফিরেই কাঁদতে শুরু করে দিতেন। হৃত্বিক বলেন, 'আমার কখনও কখনও মনে হত যে, জীবন যেন বড় নিঠুর। স্কুলজীবনে আমার তোতলানোর সমস্যা ছিল। এমনকি আমি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না। প্রেমিকা তো অনেক দূর, আমার কোনও বন্ধুও ছিল না। আমি স্কুল থেকে ফিরতাম আর কাঁদতে শুরু করে দিতাম। আমার কাছে স্কুলজীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। চিকিৎসকেরা আমাকে বলেছিলেন যে, আমি কোনওদিনও অভিনেতা হতে পারব না। আমার শিরদাঁড়ায় সমস্যা ছিল। চিকিৎসকেরা বলেছিলেন যে, আমি ডান্স করতে পারব না। আমি সেই কথা শুনে খুব ভেঙে পড়ি। কোনওদিন অভিনেতা হতে পারব না, একথা শোনার পর মন ভেঙে গিয়েছিল। আমার মধ্যে আতঙ্ক কাজ করত।'
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: চেনেন একে? নামী বলিউড তারকার কন্যা এই কিশোরী
তিনি আরও বলছেন, 'এখন যখন পিৎনে ফিরে তাকাই, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যে, তিনি আমাকে এত সমস্যা দিয়েছেন। আর সেই কারণেই আজ আমি এক শক্তিশালী হতে পেরেছি। আমার শিরদাঁড়ার সমস্যা কাটে। কথা বলার সমস্যাও ধীরে ধীরে সেরে উঠতে থাকে। আমি মনে করি, সমস্যা যখনই আসে, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া প্রয়োজন। যন্ত্রণা থেকেই আমি শিখেছি। যা আমার চরিত্র তৈরি করেছে।'
প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বিক্রম বেদা' ছবিতে সেফ আলি খানের সঙ্গে। শীঘ্রই তিনি জুটি বাঁধতে চলেছএন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। 'ফাইটার' ছবিতে দেখা যাবে এই জুটিকে।
">