Mamata Shankar on Mithun Chakraborty: 'মৃগয়া'-র পরে কাজ না পেয়ে অবসাদে ভুগত মিঠুন, বলতাম, সব ঠিক হয়ে যাবে: মমতাশঙ্কর
Mamata Shankar on Mithun: আজ সাংবাদিক সম্মেলনে, নিজের ফেলে আসা সময়ের কথা বলতে গিয়ে একটি ঘটনার কথা বলেন। মিঠুন বলেছেন, 'আমি জাতীয় পুরস্কার পাওয়ার পরে একজন সাংবাদিক এসেছিলেন আমায় খুঁজতে খুঁজতে...
কলকাতা: দীর্ঘদিন থেকেই তাঁরা সহকর্মী.. সহ অভিনেতা। কত কাজ করেছেন একসঙ্গে। আর তাই, একজনের দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ায় ভীষণ খুশি অপর অভিনেতা। যেন তিনি নিজেই পুরস্কার পেয়ে গিয়েছেন। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) 'দাদাসাহেব ফালকে' পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত মমতা শঙ্কর। এবিপি আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন নিজের সেই খুশির মুহূর্ত।
অভিনেত্রী মমতাশঙ্কর বলছেন, 'আমার এত ভাল লাগছে বলে বোঝাতে পারব না। ওর এই পুরস্কারটা প্রাপ্য ছিল। মনে পড়ে, মৃগয়ার পরে পরে ওর হাতে ছবি আসছিল না। সেই সময়ে ও অবসাদে ভুগত। আমি ওকে বলতাম, দেখ.. ঠিক একদিন হবে। সব ঠিক হয়ে যাবে। সেই জায়গা থেকে ও এত বড় একটা পুরস্কার পেল। ভীষণ খুশি হয়েছি আমি। এতটাই খুশি, মনে হচ্ছে হচ্ছে পুরস্কারটা আমিই পেয়েছি।'
আজ সাংবাদিক সম্মেলনে, নিজের ফেলে আসা সময়ের কথা বলতে গিয়ে একটি ঘটনার কথা বলেন। মিঠুন বলেছেন, 'আমি জাতীয় পুরস্কার পাওয়ার পরে একজন সাংবাদিক এসেছিলেন আমায় খুঁজতে খুঁজতে। আমি জাতীয় পুরস্কার পেয়েছি, আমার সাক্ষাৎকার নেবেন। আমি তখন তাঁকে বলেছিলাম, 'আমি সাক্ষাৎকার দেব, যদি আমায় খেতে দেন। কারণ আমি এখনও খাবার খাইনি'। মিঠুন আরও বলেন, 'এমন অনেক ছেলে-মেয়ে রয়েছেন যাঁদের আর্থিক সামর্থ নেই। কিন্তু আশা ছাড়লে চলবে না। আমার কি ছিল.. কিচ্ছু না। কিন্তু আমি যখন পেরেছি, আপনিও পারবেন।'
এদিন মিঠুনের কথায় উঠে আসে আরজি কর প্রসঙ্গও। তিনি বলেন, 'বিচার পেতেই হবে। এই ঘটনার যদি বিচার না হয়, তাহলে এটা একটা অভ্যাস হয়ে যাবে। মহিলাদের সুরক্ষা থাকবে না। এটা হওয়া উচিত নয়। আমাদের লক্ষ্য রাখতে হবে.. এই ঘটনার বিচার যেন পাই আমরা।'
Mithun Da’s remarkable cinematic journey inspires generations!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 30, 2024
Honoured to announce that the Dadasaheb Phalke Selection Jury has decided to award legendary actor, Sh. Mithun Chakraborty Ji for his iconic contribution to Indian Cinema.
🗓️To be presented at the 70th National…
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।