Manik Babur Megh: চন্দনকে তাড়া করে বেড়াচ্ছে একটা মেঘ! নতুন গল্প নিয়ে আসছেন অনির্বাণ
Manik Babur Megh: অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটি আঁকা হয়েছে সাদায় কালোয়। ছবিতে আর কোনও রঙ ব্যবহার হয়নি। ছবির প্রথমে দেখানো হচ্ছে, লেন্সে চোখ রেখে মানিকবাবু অর্থাৎ চন্দন সেন খুঁজে পাচ্ছে একটা মেঘকে
কলকাতা: সারাদিন নাকি তাঁর সঙ্গে ঘুরছে, তাঁকে তাড়া করে বেড়াচ্ছে একটা মেঘ! আর সেই মেঘ থেকে বাঁচার জন্য নাকি ছাদ খুঁজে বেড়াচ্ছেন মানিকবাবু! এমনই এক অদ্ভূত অথচ মনকাড়া গল্পের আভাস নিয়ে মুক্তি পেল নতুন ছবি 'মানিকবাবুর মেঘ' (Manikbabur Megh)-এর ট্রেলার। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে চন্দন সেন (Chandan Sen)-কে। এই ছবির উপস্থাপক অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)।
অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটি গোটাটাই আঁকা হয়েছে সাদায় কালোয়। ছবিতে আর কোনও রঙ ব্যবহার হয়নি। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ছবির প্রথমে দেখানো হচ্ছে, লেন্সে চোখ রেখে মানিকবাবু অর্থাৎ চন্দন সেন খুঁজে পাচ্ছে একটা মেঘকে। আর তারপরে, সেই মেঘই তাঁকে তাড়া করে বেড়াচ্ছে চব্বিশ ঘণ্টা। মানিকবাবু কখনও খুঁজছেন ছাতার আড়াল। কখনও বা আবার, একটা ছাদ। বাবার মৃত্যু, সংসারে অভাব.. মানিকবাবু সংসার বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও, মানিকবাবুর চিন্তা শুধু একটা মেঘকে নিয়ে! রূপকের আড়ালে কোন কড়া সত্যির গল্প বলবে এই ছবি, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ১২ জুলাই পর্যন্ত। এইদিনই মুক্তি পাচ্ছে 'মানিকবাবুর মেঘ'।
ইতিমধ্যেই মোট ৩৮টি ফিল্ম ফেস্টিভ্যালের প্রদর্শিত হয়েছে 'মানিকবাবুর মেঘ'। ১৪টি পুরষ্কার ও নমিনেশন পেয়েছে, ছবিটির প্রিমিয়ার হয়েছে মোট ৫টি মহাদেশে। আর এবার, বাংলায় মুক্তির অপেক্ষায় 'মানিকবাবুর মেঘ' ছবিটি। আর এবার, এই ছবিটির সঙ্গে যুক্ত হল অনির্বাণের নাম। ছবিটি উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন অনির্বাণ। ছবিটি তাঁর মনের ভীষণ কাছাকাছি, সম্ভবত সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য।
এই ছবিটির জন্য 'তোমার আমার গল্প' নামের একটি গান প্রকাশ্যে এনেছেন অনির্বাণ। নিজেই এই গানটি গেয়েছেন অনির্বাণ। রেকর্ড করে এসেছেন মুম্বইয়ের স্টুডিওতে গিয়ে। গোটা গানটিই ফুটে উঠবে সাদায় কালোয়। ছবির একেবারে শেষে পর্দায় ফুটে উঠবে এই গানটি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।