এক্সপ্লোর
মুক্তি পেল মণিকর্ণিকা-র টিজার, দেখুন যোদ্ধা রানির ভূমিকায় কঙ্গনা রানাওয়াতকে

মুম্বই: মুক্তি পেল মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি-র টিজার। এই ছবিতে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতকে। ১৮৫৭-র সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের নেতৃত্ব দেওয়া রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে রয়েছেন তিনি। টিজারে পরিষ্কার, নিজেকে পরিপূর্ণ ঝাঁসির রানি করে তুলতে কঙ্গনা চেষ্টার ত্রুটি রাখেননি।
সর্বজনশ্রদ্ধেয় রানি থেকে স্নেহময়ী মা আর তারপর জীবন বাজি রাখা যোদ্ধা- মণিকর্ণিকা চরিত্রের নানা দিক ফুটে উঠেছে এই টিজারে। তবে স্বাভাবিকভাবেই সব থেকে বেশি রয়েছে যুদ্ধের দৃশ্য। কঙ্গনা ছাড়াও ছবিতে রয়েছেন যীশু সেনগুপ্ত, অঙ্কিতা লোখান্ডে, অতুল কুলকার্নি, ড্যানি দেংজোংপা প্রমুখ।
আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে মণিকর্ণিকা।
দেখুন ছবির টিজার
সর্বজনশ্রদ্ধেয় রানি থেকে স্নেহময়ী মা আর তারপর জীবন বাজি রাখা যোদ্ধা- মণিকর্ণিকা চরিত্রের নানা দিক ফুটে উঠেছে এই টিজারে। তবে স্বাভাবিকভাবেই সব থেকে বেশি রয়েছে যুদ্ধের দৃশ্য। কঙ্গনা ছাড়াও ছবিতে রয়েছেন যীশু সেনগুপ্ত, অঙ্কিতা লোখান্ডে, অতুল কুলকার্নি, ড্যানি দেংজোংপা প্রমুখ।
আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে মণিকর্ণিকা।
দেখুন ছবির টিজার
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















