এক্সপ্লোর
বিয়ে জিনিসটা দারুন ব্যাপার, বললেন অমিতাভ

মুম্বই: বিয়ে জিনিসটা দারুন ব্যাপার। এই একটা অনুষ্ঠান ঘিরে পরিবারের সব লোকজন একত্রিত হয়।এমনই অনুভূতির কথা জানালেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। সম্প্রতি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিতাভ। বিয়ের অনুষ্ঠান যে তাঁর দারুন কেটেছে, তা তাঁর ট্যুইট থেকেই স্পষ্ট। তিনি লিখেছেন, বিয়ে বাড়ির আনন্দই আলাদা। পরিবারের সবাই এক উত্সবের পরিবেশে একত্রিত হন। গান, নাচ, হৈহুল্লোড়, বর-কনের সঙ্গে খুনসুটি, মজা দারুন উপভোগ্য। তারপর সবকিছুই আচমকা শেষ হয়ে যায়। অমিতাভ আরও লিখেছেন, কনের বাবা তাঁর মেয়েকে নতুন একটা বাড়িতে পাঠান..এই দেওয়ার আনন্দ..আর যারা গ্রহণ করে তাঁদের আশীর্বাদ..পরিবারে নতুন একজনের আগমন..চিরাচরিত লোকগান ও আনন্দোচ্ছ্বাসের মধ্যে বরণ করে নেওয়া..। এককথায় অসাধারণ।
T 2709 - Family and a wedding .. they bring so many of us together for one cause to welcome the bride into the family .. 🙏🙏🙏🙏🙏👏👏👏🤣🤣🤣🌹🌹🌹 pic.twitter.com/yiFlJEXT6C
— Amitabh Bachchan (@SrBachchan) November 12, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















