এক্সপ্লোর
Advertisement
চিকিৎসা সংক্রান্ত বিষয় ব্যক্তিগত, সবকিছু বিক্রির জন্য নয়, শারীরিক অবস্থার বিষয়ে জল্পনা উড়িয়ে অমিতাভ
গতকাল রাতে নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অমিতাভকে।
মুম্বই: শারীরিক অবস্থার বিষয়ে জল্পনা উড়িয়ে দিয়ে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন জানিয়ে দিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এ বিষয়ে যে জল্পনা চলছিল তার নিন্দা করেছেন তিনি। তাঁর মতে, চিকিৎসা সংক্রান্ত বিষয় ব্যক্তিগত। সবারই এটা বোঝা উচিত। সবকিছুকেই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়। নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘পেশাদারিত্বের নিয়ম লঙ্ঘন করবেন না। অসুস্থতা ও শারীরিক অবস্থা প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তার বিষয়। এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা সামাজিকভাবে বেআইনি। সবারই এটা বোঝা ও এর প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। এই পৃথিবীতে সবকিছু বিক্রির জন্য নয়।’
গতকাল রাতে নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অমিতাভকে। তিনি রুটিন চেক-আপের জন্য সেখানে গিয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই অভিনেতা লিভারের সমস্যায় ভুগছেন বলে জানা গেলেও, রুটিন চেক-আপে কোনও সমস্যা ধরা পড়েনি বলেই খবর। অমিতাভ নিজেও জানিয়ে দিয়েছেন, তাঁর কোনও শারীরিক সমস্যা নেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement