এক্সপ্লোর
Advertisement
ব্যক্তিগত তথ্য হাতানোর জন্য আয়কর বিভাগের নামে পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা, সতর্কবার্তা সাইবার নিরাপত্তা সংস্থার
নয়াদিল্লি: মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার লক্ষ্যে আয়কর বিভাগের নামে ভুয়ো বার্তা পাঠানো হচ্ছে। সেই বার্তায় বলা হচ্ছে, অর্থ ফেরতের আবেদন অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত অর্থ ফেরত পাবেন। ‘এসএমশিং’ নামে এই প্রতারণার মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে সেগুলি বিক্রি করে দিচ্ছে প্রতারকরা। এমনই সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজনের কাছে এই ভুয়ো বার্তা যায়। এরপরেই নড়েচড়ে বসেছে সিইআরটি-ইন। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আয়কর রিটার্নের শেষ দিন যত এগিয়ে আসছে, ততই আয়কর বিভাগের নামে ভুয়ো বার্তা ছড়িয়ে পড়ছে। এই বার্তায় বলা হচ্ছে, আয়কর বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কিছু অর্থ ফেরত দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এরই সঙ্গে একটি ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়ে বলা হয়, অ্যাকাউন্ট নম্বর ভুল হলে বার্তার সঙ্গেই থাকা লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিতে হবে। যদি কোনও ব্যক্তি ওই লিঙ্কে ক্লিক করলেই আয়কর বিভাগের ওয়েবসাইটের মতো দেখতে অন্য একটি ওয়েবসাইট খুলে যাবে। সেটিতে ব্যবহারকারীদের লগইন আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিলেই সেটি চলে যাবে প্রতারকের কাছে। তাই ওই লিঙ্কে ক্লিক করা উচিত নয়। ভুলবশত ক্লিক করে ফেললেও, কোনও ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়।’
এ বিষয়ে আয়কর বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা এই প্রতারণার বিষয়ে অবহিত। এ বিষয়ে তাঁরাও সতর্কবার্তা জারি করেছেন। সিইআরটি-ইন-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement