এক্সপ্লোর
Khadaan Movie: অন্য ভাষার ছবির জন্য হল পাচ্ছে না 'খাদান', বন্ধ অগ্রিম বুকিং ও! বিস্ফোরক দেব
Dev on Khadaan Movie: বাংলার পাশাপাশি, অন্যান্য ভাষাতেও মুক্তি পাওয়ার কথা ছিল 'খাদান'। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় দেব জানান, অন্যান্য ভাষায় মুক্তির ক্ষেত্রে সমস্যায় পড়ছে 'খাদান'।

বিপাকে খাদান, বিস্ফোরক দেব
1/10

ক্রিসমাসে মুক্তি পাচ্ছে দেব (Dev) ও যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) অভিনীত 'খাদান'। আর এই ছবির মুক্তিতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তবে এর মধ্যেই উপস্থিত নতুন সমস্যা?
2/10

বাংলার পাশাপাশি, অন্যান্য ভাষাতেও মুক্তি পাওয়ার কথা ছিল 'খাদান'। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় দেব জানান, অন্যান্য ভাষায় মুক্তির ক্ষেত্রে সমস্যায় পড়ছে 'খাদান'।
3/10

সোশ্যাল মিডিয়ায় দেব একটি পোস্ট করে লিখেছেন, 'এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি'
4/10

দেব আরও লিখেছেন, 'দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্যও'
5/10

দেব লিখছেন, 'কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির জন্য 'খাদান' পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না।'
6/10

দেব আরও লিখেছেন, 'দয়া করে অপেক্ষা করুন। আমি চেষ্টা করে যাচ্ছি। কথা দিচ্ছি চেষ্টা থামাব না। একটু ধৈর্য্য ধরুন'
7/10

অন্য ভাষার ছবির মধ্যে এখন সবচেয়ে দাপট দেখাচ্ছে যে ছবিটি, সেটি হল 'অল্লু অর্জুন'-এর 'পুষ্পা'। ছবিটি ইতিমধ্যেই হাজার কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। দলে দলে মানুষ ভিড় করে দেখতে আসছেন এই ছবি।
8/10

দেব কী তবে ইঙ্গিত করেছেন, 'পুষ্পা ২' কেই? দেব অবশ্য কেবল অন্য ভাষার ছবির কথা বলেছেন। তবে তিনি কোনও ছবির নাম উল্লেখ করেননি।
9/10

iএর আগেও একাধিকবার হল পাওয়া নিয়ে সরব হয়েছেন দেব। তিনি এবিপি লাইভকে এ কথাও বলেছিলেন যে এই বিষয়ে তিনি নিজে ফোন করে হল মালিকদের সঙ্গে কথা বলেন। 'খাদান'-এর ক্ষেত্রেও তিনি সেই চেষ্টাই করছেন বলে খবর
10/10

দীর্ঘদিন ধরেই 'খাদান'-এর প্রচার সেরেছেন দেব। তবে শেষ মূহূর্তে দেবের বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দুঃসংবাদে একটু হতাশ হয়েছেন অনুরাগীরা। তবে তাঁরা জানিয়েছেন তাঁরা অপেক্ষা করতে রাজি।
Published at : 18 Dec 2024 03:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
