এক্সপ্লোর
Mithun Chakraborty: আমি রাতারাতি কিছু পাইনি, যতটা পেয়েছি তার জন্য প্রতিদিন লড়াই করতে হয়েছে
Mithun Chakraborty Update: দীর্ঘ কেরিয়ার পেরিয়ে এসেছেন মিঠুন, এখন ফিরে দেখলে কখনও আফশোস হয়? একটু হেসে মিঠুন বললেন, 'এগুলো বলে লাভ কী'?

মিঠুন চক্রবর্তীর লড়াইয়ের গল্প
1/10

পর্দায় সন্তান ছবিতে তাঁকে দেখা যাবে বাবার ভূমিকায়। কিন্তু ব্যক্তিগত জীবনেও তো তিনি বাবা! বাড়িতে রয়েছে ছেলে মেয়েরা। সেই ছেলে মেয়েদের সঙ্গেই সম্পর্কের সমীকরণের গল্প শোনালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
2/10

মিঠুনের কথায়, 'সন্তান ছবিতে যা হয়েছে, তা কখনও আমার সঙ্গে হলে হয়তো হার্ট অ্যাটাক করেই মরে যাব। এখন বাড়িতে আমরা, ছেলে মেয়েরা সবাই বন্ধু।'
3/10

মিঠুন বলছেন, 'ছেলে মেয়েরা মায়ের সঙ্গে বেশি বন্ধু, তবে আমার সঙ্গেও বন্ধু। ইয়ার্কি ঠাট্টা করেই আমাদের গোটা দিন চলে যায়'
4/10

মিঠুন বলছেন, 'দুই ছেলে এখানে থাকে আর মেজ ছেলে আর মেয়ে আমেরিকায়। তবে আমাদের রোজই কথা হয়। কিন্তু মেয়ের থেকে সবচেয়ে বেশি বকুনি খাই। এক মেয়ে তো!'
5/10

মিঠুন যোগ করলেন, 'একটা মেয়ে মানে আমায় উড়িয়ে দেয়। এমন কী ওর ভাইদেরও কিছু বলার সাহস নেই। মেয়েই এখন টপ গিয়ারে চলছে।'
6/10

দীর্ঘ কেরিয়ার পেরিয়ে এসেছেন মিঠুন, এখন ফিরে দেখলে কখনও আফশোস হয়? একটু হেসে মিঠুন বললেন, 'এগুলো বলে লাভ কী'?
7/10

তারপরে একটু দম নিয়ে বললেন, 'আমার তো প্রতিটা দিনই লড়াইয়ের। বলতেই হবে, এক সময়ে আফশোস ছিল।'
8/10

মিঠুন আরও বললেন, 'আমি কোনোদিন রাতারাতি কিছু পাইনি। প্রত্যেকটা পাওয়ার জন্যই আমায় লড়াই করতে হয়েছে।'
9/10

মিঠুন বলছেন, 'কাজেই আফশোস কথাটা আমার ক্ষেত্রে খাটে না। আফশোস বলে কোনও লাভ নেই।'
10/10

মিঠুন বলছেন, 'যদি কিছু এমনি এমনিই পেয়ে যেতাম, তাহলে হয়তো পাওয়া না পাওয়া নিয়ে আফশোস থাকত। আমার তো পুরোটাই লড়াই করে পাওয়া।'
Published at : 19 Dec 2024 11:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
