এক্সপ্লোর
Advertisement
সোনা মহাপাত্র, শ্বেতা পন্ডিতের পর যৌন হেনস্থার অভিযোগ আরও দুজনের, ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারক পদ ছাড়ছেন অনু মালিক
মুম্বই: ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারক পদ থেকে সরে যেতে বলা হল সুরকার অনু মালিককে। চলতি মি টু অভিযানের ধাক্কায় তিনি বিপাকে পড়লেন। সোনা মহাপাত্র, শ্বেতা পন্ডিতের পর আরও দুজন উঠতি গায়িকা বলিউডে দীর্ঘদিন ধরে সঙ্গীত পরিচালনায় যুক্ত থাকা অনুর বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তার জেরে তাঁকে সরতে হচ্ছে। সূত্রের খবর, সোমবার থেকে গানের রিয়েলিটি শো-এর আর কোনও এপিসোডের শ্যুটিং করবেন না তিনি।
জনপ্রিয় রিয়েলিটি শো-এর সঙ্গে যুক্ত একটি সূত্র বলেছে, চলতি যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়ান আইডলের বিচারক পদ থেকে ইস্তফা দেবেন অনু মালিক। আর কোনও এপিসোডের শ্যুটিং করবেন না তিনি।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সবকটি যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন অনু। বৃহস্পতিবার অনুর আইনজীবী মি টু আন্দোলনের অছিলায় তাঁর মক্কেলের চরিত্র হননে র চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন।
অনু নিজেও বিবৃতি দিয়ে ইন্ডিয়ান আইডল থেকে সরে যাওয়ার খবর পাকা করেছেন। বলেছেন, আমি ইন্ডিয়ান আইডল ছাড়ছি, ওই শো-তে আমার কাজে মনোযোগ দিতে পারছি না। চ্যানেলও অনুগ্রহ করে আমার মতে সায় দিয়েছে। ধন্যবাদ।
অনুর পাশে দাঁড়িয়েছেন নামী গান লেখক সমীর আনজান। ট্যুইট করে দাবি করেছেন, শ্বেতা পন্ডিত যে সময় অনু তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে জানিয়েছেন, সেখানে তখন তিনি উপস্থিত ছিলেন, কিন্তু এমন কিছুই ঘটেনি।
২০০৪–এ ‘ইন্ডিয়ান আইডল’ শোয়ের শুরু থেকেই বিচারক অনু। এখনকার বিচারক প্যানেলের আর দুজন হলেন বিশাল দাদলানি ও নেহা কক্কর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement