এক্সপ্লোর
নিরাপত্তা রক্ষীর চাকরি ছাড়িয়ে অভিনেতা সাভি সিধুকে কাজ দিচ্ছেন মিকা সিংহ

মুম্বই: কিছুদিন আগেই জানা গিয়েছিল ব্ল্যাক ফ্রাইডে, গুলাল ও পাটিয়ালা হাউস-এর মতো সিনেমার অভিনেতা সাভি সিধু এখন মালাডে নিরাপত্তা রক্ষীর চাকরি করছেন। এই খবর শোনাপ পর গায়ক মিকা সিংহ তাঁর আগামী প্রোজেক্টে সাভি সিধুকে কাজ দেওয়ার কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় খবর জানার পর মিকা নিজেই সাভি সিধুর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। সেজন্য ফোন নম্বর পাওয়ার চেষ্টা করছিলেন। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাভি বলেছেন, ‘মিকা সিংহর ফোনটা পেয়ে ভাবছিলাম কেউ মজা করছে। মিকা সরাসরি বলল, তুমি এই চাকরি এখই ছাড়ছ ও আমার গ্রুপে যোগ দিচ্ছো’। পরের দিনই মিকা সাভির বাড়িতে গাড়ি পাঠিয়ে নিজের বাড়িতে ডাকেন সাভিকে। মিকা তাঁকে নতুন জামাকাপড় দিয়ে খাবার-দাবারের ব্যবস্থা করেন। সাভি জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই মিকা সিংহর সঙ্গে কাজ শুরু করবেন তিনি। মিকা সিংহ এ ব্যাপারে বলেছেন, সাভির ব্যাপারটা জানার পরই তিনি তাঁকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। মিকা বলেছেন, বড় বড় সিনেমায় কাজ করেছেন, এমন এক অভিনেতা নিরাপত্তা রক্ষীর চাকরি করছেন শুনে তিনি অবাক হয়েছিলেন। সাভিকে কেউ কাজ দিচ্ছেন না, এটা বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এখানে তো ছোটাখাটো কাজ পেলেও এই চাকরির তুলনায় তা ভাল।
মিকা ‘আদত’ সিনেমার পরিচালক ভূষণকেও সাভিকে কাজ দিতে অনুরোধ করেছেন। তিনি নির্মাতাদের সাভির ভূমিকা অনুযায়ী সিনেমার চিত্রনাট্যে পরিবর্তন করারও অনুরোধ করেছেন।মিকা জানিয়েছেন, তিনি সাভিকে আরও কিছু কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন।I don’t know him personally, but I’d really love to help. https://t.co/J2WLpLJMSO
— King Mika Singh (@MikaSingh) March 20, 2019
উল্লেখ্য, কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে সাভিকে তাঁর লড়াইয়ের দিনগুলি সম্পর্কে জানাতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, ‘স্ত্রীর মৃত্যুর পর আমার জীবনের কঠিন সময় শুরু হয়েছিল। পরে বাবাও মারা যান।এরপর মা ও শ্বশুর, শাশুড়িও মারা যান। পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়ি’। নিরাপত্তা রক্ষীর চাকরি নিয়ে সাভি বলেছিলেন, এখানে ১২ ঘন্টা কাজ করতে হয়। কাজটি খুবই কঠিন। খানিকটা যন্ত্রের মতো। সিনেমা দেখার ইচ্ছে থাকলেও আর্থিক সামর্থ্য না থাকার কথাও জানিয়েছিলেন সাভি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















