Milind Soman Update: ৮৩-তেও ফিট! গোয়ার সৈকতে মাকে ফের সাইকেল চালাতে শেখালেন মিলিন্দ সোমন
Milind Soman Update: মিলিন্দ সোমন ও তাঁর স্ত্রী দুজনেই 'ফিটনেস' উৎসাহী। ২০২০ সালে মিলিন্দ সোমনের মা তাঁর ৮১ বছর বয়সের জন্মদিনে ডনবৈঠক করে পালন করেন।
মুম্বই: কথায় বলে, 'এজ ইজ জাস্ট এ নাম্বার' (age is just a number)। অর্থাৎ 'বয়স একটি সংখ্যামাত্র'। আর সেই কথা যে একেবারে সত্যি তা অভিনেতা মিলিন্দ সোমন (Milind Soman) তাঁর 'ফিটনেস' (Fitness) থাকার রুটিন দিয়ে বারবার প্রমাণ করেন। এবার বয়সকে ফুৎকারে ওড়ালেন অভিনেতার বৃদ্ধা মা-ও। সৌজন্যে অবশ্যই ছেলে মিলিন্দ।
সাইকেল চালালেন অভিনেতার মা
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট ৫৬ বছর বয়সী অভিনেতা। যেখানে দেখা যায় অভিনেতার ৮৩ বছরের মা ফের সাইকেল চালানো শিখছেন, প্রায় ২৫ বছর পর।
পোস্টের ক্যাপশনে মিলিন্দ লেখেন, 'আই (মা) প্রায় ২৫ বছর পর সাইকলিং করছেন! যা তুমি ভালবাসো তাই করতে থাকো কিন্তু নিয়মিত অভ্যাসও করো। ৮৩ বছর বয়সীর পক্ষে খারাপ নয়।'
View this post on Instagram
স্বভাবতই অভিনেতার পোস্টে লাইক ও কমেন্টের বন্যা বয়েছে। মিলিন্দের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার লেখেন, 'আমার কিউটিরা'।
এক নেটিজেন কমেন্টে লেখেন, 'সৈকতে আপনার সঙ্গে দেখা হয়ে খুবই ভাল লাগল। আপনার মা এই বয়সে এমন সাইকেল চালাচ্ছেন এটা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার।'
মিলিন্দ সোমন ও তাঁর স্ত্রী দুজনেই 'ফিটনেস' উৎসাহী। নিজের এবং পরিবারের সকলের ফিটনেস ভিডিও তিনি বহুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ২০২০ সালে মিলিন্দ সোমনের মা তাঁর ৮১ বছর বয়সের জন্মদিনে ডনবৈঠক করে পালন করেন।