Mimi Chakraborty: পুষ্পাঞ্জলি, পোষ্যদের সঙ্গে খুনসুটি, কেমন কাটছে মিমির পুজো?
Mimi Chakraborty Celebrates Durga Puja: পুজোর সময় তৃণমূল সাংসদ হামেশাই ধরা দেন ঘরের মেয়ে হয়ে। এই সময়টা কসবার আবাসনের পুজোয় সময় কাটান তিনি। জলপাইগুড়ির বাড়ি থেকে আসেন বাবা-মা
কলকাতা: আবাসনের পুজো উদ্বোধন করেছিলেন নিজের হাতেই। আর সেই পুজোতেই অষ্টমীর অঞ্জলি দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শুধু তাই নয়, পুজোয় অঞ্জলি দিতে আসা সবার হাতে ফুল তুলে দিলেন নিজেই। তারপরে, সেই ফুল আবার থেকে নিয়ে দিলেন মায়ের পায়ে। আবাসনের পুজোয় মিমি যেন ঘরের মেয়ে।
পুজোর সময় তৃণমূল সাংসদ হামেশাই ধরা দেন ঘরের মেয়ে হয়ে। এই সময়টা কসবার আবাসনের পুজোয় সময় কাটান তিনি। জলপাইগুড়ির বাড়ি থেকে আসেন বাবা-মা। এই আবাসনেই ধুনুচি নাচের তালে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। অন্যথা হল এই বছরেও।
View this post on Instagram
আজ অষ্টমী। এর আগেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের সাজের ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। গাঢ় সবুজ শাড়ি আর সোনার গয়নায় সেজেছিলেন মিমি। আর আজ, অষ্টমীর সকালে মিমি বেছে নিয়েছিলেন হালকা গোলাপি ও রূপোলি কাজের শাড়ি। সঙ্গে ভারি সোনায় গয়না পরেছিলেন মিমি। চুলে আলগা খোঁপা ও হালকা মেকআপেই মিমি অনন্যা। দুই পোষ্যকে নিয়েও ছবি তুলেছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Prosenjit Chatterjee: ঢাকে কাঠি, প্রসাদ, আড্ডা, দুর্গাপুজোর আনন্দে সামিল প্রসেনজিৎ