Mimi Chakraborty: ডিসেম্বর আসলেও শীতের দেখা নেই! সোয়েটার পরতে চেয়ে মিমির কীর্তি দেখেছেন?
Tollywood Celebrity Updates: সোয়েটার পরতে না পেরে ডিসেম্বরের কাছে কী প্রশ্ন করলেন মিমি?
কলকাতা: টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) সোয়েটার পরতে চাইছেন। ডিসেম্বর এসে গেলেও, সেভাবে শীতের দেখা নেই। ঠান্ডা ঠান্ডাভাব লাগলেও সেভাবে এখনও জাঁকিয়ে শীত পরেনি এ বছর। আর তাই তিনি সোয়েটার পরতে পারছেন না। আর সোয়েটার পরতে না পেরে ডিসেম্বরের কাছে কী প্রশ্ন করলেন মিমি?
সোয়েটার পরতে চেয়ে মিমির কাতর আবেদন-
এদিন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে দেখা যায়, তিনি বাড়ির হালকা পোশাক পরে রয়েছেন। সঙ্গে লিখেছেন, 'প্রিয় ডিসেম্বর। আমি সোয়েটার পরতে চাই। কবে তুমি ঠান্ডা নিয়ে আসবে?'
আরও পড়ুন - Govinda: বিয়ের পর কোন ভুল করেন গোবিন্দা? এতদিনে স্বীকার করলেন
প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে একাধিক ফোটোশ্যুটের ছবি। চোখ ধাঁধানো লুকে অভিনেত্রী ছবিতে বিভোর নেটিজেনরা।
">
">