Mimi Dutta on social media: একে অপরকে চেনার ১১ বছর, সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ মিমির
'আলোর বাসা' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে একে অপরের সঙ্গে পরিচয় হয় মিমি দত্ত ও ওম সাহানির। ১১ বছর পেরিয়ে তাঁরা আজ স্বামী-স্ত্রী।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পুরনো ও নতুন ছবির কোলাজ। প্রথম আলাপ থেকে সাত পাকে বাঁধা পড়া, তাঁদের গল্প যেন রুপকথা। তাঁদের একে অপরকে চেনার ১১ বছর। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিলেন মিমি দত্ত। 'আলোর বাসা' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে একে অপরের সঙ্গে পরিচয় হয় মিমি দত্ত ও ওম সাহানির। ১১ বছর পেরিয়ে তাঁরা আজ স্বামী-স্ত্রী।
প্রায় ১১ বছরের আলাপ, প্রেম, তারপর বিয়ে। প্রথম ধারাবাহিক 'আলোর বাসা'-তে মিমির বিপরীতে অভিনয় করেছিলেন ওম সাহানি। তখন অবশ্য অভিনয় জীবনের বেশ কিছুটা সময় পেরিয়ে এসেছেন মিমি। কাজ করতে গিয়েই দুজনের বন্ধুত্ব গাঢ় হয়, তৈরি হয় ভালোলাগা। কিন্তু তখন প্রেমের কথা স্বীকার করেননি কেউই। এক সাক্ষাৎকারে এবিপি লাইভকে মিমি বলেছিলেন, 'প্রথম দেখা থেকেই ওমকে ভালো লাগত। অভিনয় করতে গিয়ে মনে হত ওর মত জীবনসঙ্গী পেলে বেশ হয়। বুঝতাম ওমেরও আমায় ভালো লাগে। কিন্তু কেউ কখনও সেটা স্বীকার করিনি। অনেক বছর পর যখন আবার একসঙ্গে কাজ শুরু করলাম, দুজনেই ধরা দিলাম একে অপরের কাছে। মনে হল, এবার প্রেমটা করা যেতে পারে।'
শিশুদিবসে ইউভানের ছবি শেয়ার করে আবেগঘন শুভশ্রী
ওম-মিমির দুজনেরই যৌথ পরিবার। আর শ্বশুরবাড়ি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই মিমির। এবিপি লাইভকে মিমি বলেছিলেন, 'অনেকের মাথাতেই শ্বশুরবাড়ি বলতে একটা খারাপ ধারণা থাকে। আমার কিন্তু সেটা এক্কেবারে নেই। ওমের বাড়িতে কোনও মেয়ে নেই। আমি ওদের বাড়ির মেয়ের মত হয়ে গিয়েছি। শ্বশুর-শাশুড়ি আমার বাবা-মায়ের থেকেও বেশি। আমরা ২টো পরিবার একসঙ্গে পিকনিক করা থেকে শুরু করে ঘুরতে যাওয়া, পার্টি করা... সারাবছর আনন্দ করি। লকডাউনে জমিয়ে মজা করেছি বাড়িতেই।'
পূজার হাতে মেহেন্দি, কুণাল গাইলেন, 'মুঝসে শাদি করোগি'
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচছ ছবি আপলোড করে মিমি লেখেন, 'আমরা তখন আলোর বাসা ধারাবাহিকে অভিনয় করছিলাম। ২০২১ নভেম্বর থেকে ২০২১ এর নভেম্বর। এগারো বছর আগে তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল। হাই ফাইভ হাসব্যান্ড।' মিমির এই পোস্টে হাই ফাইভ লেখেন ওম-ও।