Subhashree Ganguly: শিশুদিবসে ইউভানের ছবি শেয়ার করে আবেগঘন শুভশ্রী
আজ সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইউভানের ছবি ভাগ করে নিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কলকাতা: আজ শিশুদিবস। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছোটবেলার ছবি ভাগ করে নিলেন টলিউড থেকে বলিউডের অনেক অভিনেত্রী অভিনেতারা। অনেকে আবার ভাগ করে নিলেন নিজের খুদেদের ছবি। আজ সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইউভানের (Yuvaan) ছবি ভাগ করে নিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
আজ সোশ্যাল মিডিয়ায় ইউভানের একটি সাদা কালো ছবি ভাগ করে নেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তুমি তাদের কীভাবে বড় করছো, সেটাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শুভ শিশুদিবস। নিজের শিশু ও নিজের ভিতরে থাকা শিশুসত্ত্বাকে লালন করুন। কারণ ওরাই সবচেয়ে নিষ্পাপ।'
একরত্তিকে যেন এক মূহুর্তের জন্যও চোখের আড়াল করতে চান না শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ছোট ছোট মজার মুহূর্ত। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে প্রথমে দেখা যাচ্ছে, গম্ভীর মুখে পেরাম্বুলেটারে বসে আছে ইউভান। তারপরের ভিডিওতেই দেখা যাচ্ছে, দিব্যি লাফাচ্ছে ইউভান। এরপর আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় খাতাকে উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে ইউভান।
'পাগলামি আর বোকামিগুলো উপভোগ করুন' শিশুদিবসে বার্তা কোয়েলের
সদ্য দুর্গাপুজো গিয়েছে। দিদি দেবশ্রীর বাড়ির পুজোয় সপরিবারে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানকে কোলে নিয়ে প্রতিমা চিনিয়েছেন, ঢাক বাজিয়েছেন, নাচও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন টুকরো টুকরো ছবি।
পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'