Mimi Nusrat Friendship: গত বছরের চেনা ছবি উধাও, দিল্লিতে থেকেও এক ফ্রেমে ধরা দিলেন না মিমি-নুসরত
দুই বছরে কী প্রশ্নের মুখে পড়েছে তাঁদের বন্ধুত্ব? নাহলে একসঙ্গে দিল্লিতে গিয়েও এক ফ্রেমে কেন ধরা দিলেন না নুসরত জাহান আর মিমি চক্রবর্তী?
কলকাতা: দুজনেই দিল্লিতে, একই অধিবেশনে যোগদান করছেন। রাজনৈতিক জীবনের বাইরেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তাঁরা।গত বছরও ঘটেছিল এমনটাই। তবে দুই বছরে কী প্রশ্নের মুখে পড়েছে তাঁদের বন্ধুত্ব? নাহলে একসঙ্গে দিল্লিতে গিয়েও এক ফ্রেমে কেন ধরা দিলেন না নুসরত জাহান (Nusrat Jahan) আর মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)?
২০১৯ সালে একইসঙ্গে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। নির্বাচনী প্রচারেও দুই নায়িকাকে দেখা গিয়েছিল পাশাপাশি। নির্বাচনে জয়ী হয়ে তৃণমূল সাংসদ হয়েছিলেন দুজনেই। মিমির কেন্দ্র যাদবপুর আর নুসরতের বসিরহাট। একে অপরকে 'বোনুয়া' বলে সম্মোধন করতেন এই দুই নায়িকা। কেবল ব্যক্তিগত জীবন নয়, মিমি-নুসরতের রসায়ন ইন্ড্রাস্ট্রির সবারই জানা ছিল। দুই বন্ধু প্রথমবার একসঙ্গে পাও রেখেছিলেন পার্লামেন্টে। তখন নুসরতের সিঁথি ভরা সিঁদুর, হাতে শাঁখা-পলা। সদ্য নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিয়ে হয়েছিল তখন তাঁর। প্রিয় বন্ধুর বিয়ে উপলক্ষ্যে বিদেশে উড়ে গিয়েছিলেন মিমি।
শীতকালীন অধিবেশনের ফাঁকে দিল্লিতে অবসর যাপন মিমির, শেয়ার করলেন ভিডিও
দিল্লিতে পা রেখে একসঙ্গে অনেক ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত-মিমি। এমনকি এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারে মিমি জানিয়েছিলেন, অবসরে তাঁর আর নুসরতের ঘোরার পরিকল্পনা, সবটাই করেন মিমি। তবে এবারের ছবিটা কিছুটা অন্যরকম। দিল্লিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিলেও এক ফ্রেমে ধরা দিলেন না দুই বন্ধু।
ব্যক্তিগত জীবনে বদল এসেছে নুসরতের। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। আপাতত যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। কোলে এসেছে একরত্তি ঈশান। আপাতত নতুন জীবনেই মন নুসরতের। তবে ঈশানের জন্মের পর একসঙ্গে দেখা যায়নি মিমি-নুসরতকে। তবে ছোট্ট ঈশানের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি। এরপর যশ ও মিমির নাচের ভিডিও ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়ে নুসরত লেখেন, 'বাবা ও মাসি'।
তবে দিল্লি গিয়ে গতবারের মত এইবছর কোনও ছবি ভাগ করে নিলেন না দুই অভিনেত্রী। তাহলে কী দুই বন্ধুর বন্ধুত্বে ঘাটতি দেখা দিয়েছে? নাকি এক জায়গায় থেকেও একসঙ্গে ছবি ভাগ না করে নেওয়ার ঘটনা নিছকই কাকতালীয়? উত্তর দেবে সময়।