Katrina Kaif-Vicky Kaushal Wedding: কড়া ঘেরাটোপে হল ভিকি-ক্যাটের বিয়ে, 'চোখ ধাঁধানো' মন্তব্য মিনি মাথুরের
Katrina Kaif-Vicky Kaushal Wedding: ভিকি ও ক্যাটরিনার রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। কবীর খান, মিনি মাথুর সহ হাজির ছিলেন নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, রাধিকা মদন এবং আরও অনেকে।
নয়াদিল্লি: গতকালই রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে (Six Senses Fort Barwara in Sawai Madhopur district, Rajasthan) সাত পাকে বাঁধা পড়লেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif Wedding)। বেশ কিছুদিন আগেই শোনা যায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক কবীর খান (Kabir Khan) ও তাঁর স্ত্রী মিনি মাথুরের (Mini Mathur) বাড়িতেই বাগদান সেরেছেন এই তারকা জুটি। সেই থেকেই জল্পনা শুরু। স্বভাবতই বিয়েতে উপস্থিত ছিলেন কবীর-মিনি।
ভিকি ও ক্যাটরিনার রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। কবীর খান, মিনি মাথুর সহ হাজির ছিলেন নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, রাধিকা মদন এবং আরও অনেকে।
আজই সকালে চপারে উড়তে দেখা যায় নব দম্পতিকে। একে একে অতিথিরাও ফিরতে থাকেন যে যার ঠিকানায়। এই সকল আমন্ত্রিতদের মধ্যে অন্যতম ঘনিষ্ঠ হলেন মিনি মাথুর। তিনি আজ এক সংবাদ সংস্থাকে জানান ক্যাটরিনা কাইফ 'ভীষণ খুশি' এবং তাঁদের বিয়ের অনুষ্ঠানটি ছিল 'চোখ ধাঁধানো'।
আরও পড়ুন: ABP Live Exclusive: পঙ্কজ ত্রিপাঠীকে সামনে থেকে কাজ করতে দেখার অভিজ্ঞতা একেবারে আলাদা: অদৃজা
এদিন ইনস্টাগ্রামেও ক্যাটরিনার জন্য একটি বিশেষ নোট লেখেন মিনি। তিনি লেখেন, 'গত তিনদিন তোমার (ক্যাটরিনা কাইফ) মুখে যে আনন্দ দেখেছি, আশা করি যেন পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সেই আনন্দ খুঁজে পায়। ভিকি, আশা করছি চিরকাল ক্যাটরিনাকে হাসি আর ভালবাসায় ভরিয়ে রাখতে তোমার কাছে অজস্র কারণ থাকুক, ঠিক যেভাবে শুধু তুমিই পারো। ভালবাসা দীর্ঘজীবী হোক।'
View this post on Instagram
গতকাল বিয়ে সম্পন্ন হওয়ার পর, নিজেদের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন নব বিবাহিত দম্পতি। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবিগুলো।