ABP Live Exclusive: পঙ্কজ ত্রিপাঠীকে সামনে থেকে কাজ করতে দেখার অভিজ্ঞতা একেবারে আলাদা: অদৃজা
Exclusive: হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর কাজের অনুরাগী আট থেকে আশি। অনুরাগী অদৃজা রায়ও। পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন এবিপি লাইভকে।
কলকাতা: ঠিক যেন 'ফ্যান গার্ল মোমেন্ট'। দিন কয়েক আগের কথা। ইন্দ্রপুরী স্টুডিওয় 'মৌ এর বাড়ি' ধারাবাহিকের শ্যুটিং সারছিলেন অভিনেত্রী অদৃজা রায় (Adrija Roy)। প্যাক আপের পর হঠাৎই খোঁজ পান ওই স্টুডিওরই অপর একটি ফ্লোরে শ্যুটিং করতে আসছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'শেরদিল' (Srijit Mukherji's Sherdil)। পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ের ভক্ত কে নয়! অনুরাগী অদৃজাও নিজেকে সামলাতে না পেরে হাজির হন তাঁর ফ্লোরে। ছবি তুলে আজই নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা, এবিপি লাইভকে জানালেন অদৃজা রায় নিজেই।
কীভাবে হঠাৎ দেখা হল 'দ্য গ্রেট' পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে? অদৃজার কথায়, 'আমার তো ইন্দ্রপুরীতে "মৌ এর বাড়ি" ধারাবাহিকের শ্যুটিং চলে। তো সেখানেই সৃজিত দার "শেরদিল" ছবির একটা শটের জন্য পঙ্কজ ত্রিপাঠীর আসার কথা ছিল। আমার তখন সবেমাত্র প্যাক আপ হয়েছে। সৃজিত দার সঙ্গে আমার ভাল সম্পর্ক। স্টুডিও থেকে বেরিয়েই দেখা হয় ওঁর সঙ্গে। তখনই শুনলাম পঙ্কজজি আসছেন। আমি তখনই জানাই যে আমি প্রচণ্ড ভক্ত ওঁর, একবার দেখা করতে চাই। সামনে থেকে ওঁকে পারফর্ম করতে দেখার লোভ সামলাতে পারিনি।'
আরও পড়ুন: Anu Malik: 'শ্রেষ্ঠ বাঙালি খাবার খেয়েছিলাম', কিশোর কুমারের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণায় অনু মালিক
সৃজিত মুখোপাধ্যায়কে অনুরোধ করতে তিনি অবশ্যই না করেননি। ফ্লোরে ডেকে নেন অদৃজাকে। এরপর সেই ফ্লোরে গিয়ে সামনে থেকে শট দিতে দেখলেন পছন্দের তারকাকে। 'এত স্বাভাবিক, সাবলীল অভিনয়। আমার খুব প্রিয় একজন অভিনেতা। তাঁকে সামনে থেকে কাজ করতে দেখা একদম অন্যরকম অভিজ্ঞতা। এর আগেও অনেক পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু দেখা হওয়া, ছবি তোলাতেই সীমাবদ্ধ সেগুলো। কারও শ্যুটিং দেখা, সামনে থেকে কাজ করতে দেখার সুযোগ হয়নি। এক্ষেত্রে অনসেট ফ্লোরে থেকে সেই অভিজ্ঞতাটা করতে পেরে আমি ভীষণ খুশি।' কথাগুলো বলতে গিয়ে অভিনেত্রীর গলায় উচ্ছ্বাস স্পষ্ট ধরা পড়ল।
View this post on Instagram
অনুরাগীকে দেখে কী বললেন পঙ্কজ ত্রিপাঠী? হাসতে হাসতে অদৃজার বক্তব্য, 'উনি প্রচণ্ড ডাউন-টু-আর্থ একজন মানুষ। আমি তো একটা ছবি তুলে সেটা ভাল দেখতে না হলে আবার ছবি তুলতে চাই। পঙ্কজজিও হাসিমুখে আবদার মিটিয়েছেন। একের বেশি ছবি তুলেছেন আমার সঙ্গে।' অদৃজার কথা শুনে বেশ বোঝা যাচ্ছিল, এই সাক্ষাতের রেশ সহজে কাটার নয়।