Mirzapur Season 3 Teaser: অপেক্ষার অবসান হবে আজ? 'মির্জাপুর ৩' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের
Mirzapur Season 3: অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ 'মির্জাপুর ৩'-এ আবারও গুড্ডু ভাইয়ার চরিত্রে দেখা যাবে অভিনেতা আলি ফজলকে। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন।
নয়াদিল্লি: গোটা দেশের ওটিটি (OTT Update) প্রেমীরা যে সিরিজগুলির (web series) অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে তাদের মধ্যে অন্যতম নিঃসন্দেহে 'মির্জাপুর' (Mirzapur Season 3)। এই সিরিজ দর্শকের মনোরঞ্জন করেছে বিপুল পরিমাণে ফলে সকলেই তৃতীয় সিজনের জন্য বহু দিন ধরে অপেক্ষায় রয়েছেন। গত তিন বছর ধরে অনুরাগীরা তৃতীয় সিজনের অপেক্ষায়।
কবে আসছে 'মির্জাপুর সিজন ৩'?
'মির্জাপুর সিজন ৩'-র ঘোষণা হওয়ার পর থেকে দর্শক ফের একবার গুড্ডু ভাইয়া ও কালীন ভাইয়ার ঝলক দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু এবার তাঁদের অপেক্ষায় অবসান হতে চলেছে খুব শীঘ্রই। কারণ আজ, ১৯ মার্চ, প্রকাশ্যে আসবে বহু প্রতীক্ষিত 'মির্জাপুর সিজন ৩'-এর টিজার। সূত্রের খবর, নির্মাতারা আজ সিরিজের তৃতীয় সিজনের মুক্তির তারিখও ঘোষণা করবেন।
অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ 'মির্জাপুর ৩'-এ আবারও গুড্ডু ভাইয়ার চরিত্রে দেখা যাবে অভিনেতা আলি ফজলকে (Ali Fazal)। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। পোস্টে স্পষ্ট 'মির্জাপুর ৩' সংক্রান্ত কোনও বিশেষ ঘোষণার ইঙ্গিত। ভিডিওয় দেখা যাচ্ছে আয়নায় তাকিয়ে কোনও সংলাপ অভ্যাস করার চেষ্টায় রয়েছেন আলি ফজল। তাঁকে বলতে শোনা যায়, 'প্রথমে বাধ্য হয়ে করেছিলাম, এখন মজা... না না, শুরু বাধ্য হয়ে করেছিলাম, এবার আরও বেশি মজা হতে চলেছে। আপনারা কি তৈরি ? কাল ১৯ মার্চে সবকিছু হবে, সবকিছু।' গতকাল এই ভিডিও পোস্ট করেন তিনি। এর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 'শুরু হয়ে গিয়েছে... আপনি তৈরি তো? কাল কিছু একটা হতে চলেছে, কাল কিছু একটা হবে। একটা বাম্পার ধামাকা হতে চলেছে, কাল ১৯ মার্চ ২০২৪-এ।' শুধু আলি ফজলই নন, অ্যামাজন প্রাইমের সিরিজ নিয়ে ভিডিও বার্তা দেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও।
View this post on Instagram
'মির্জাপুর ৩'-এর স্টারকাস্ট
সূত্রের খবর, অনুরাগীরা এই বছরই জুন মাসে অ্যামাজন প্রাইমে 'মির্জাপুর'-এর তৃতীয় সিজন দেখতে পাবেন। এই সিরিজে পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু শর্মা, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগ্গল, ঈশা তলওয়ারকে মুখ্য ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
আরও পড়ুন: 'Sathi': 'সাথী' ধারাবাহিকে অ্যানমেরি টমের প্রবেশ, কীভাবে এগোবে তাঁর মেঘলা চরিত্র?
উল্লেখ্য, আজ কেবল 'মির্জাপুর'-এরই নয়, প্রাইম ভিডিওসের একাধিক প্রজেক্টের নাম, টিজার ও মুক্তির তারিখ ঘোষণা হওয়ার কথা যার মধ্যে রয়েছে জনপ্রিয় 'পঞ্চায়েত' সিরিজও। কিছুদিন ধরেই সংস্থার তরফে প্রচারপর্ব চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।