Miss World 2025: বিশ্ব সুন্দরীর শিরোপা জিতলেন কে? ভারত নয়, নতুন 'মিস ওয়ার্ল্ড' এই দেশের প্রতিযোগী
Miss World 2025: মিস ওয়ার্ল্ড ২০২৫, চলতি বছরে বিশ্ব সুন্দরীর খেতাব জিতলেন তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

Miss Worls 2025: মিস ওয়ার্ল্ড ২০২৫, চলতি বছরে বিশ্ব সুন্দরীর খেতাব জিতলেন তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতের নন্দিনী গুপ্তাও। তবে প্রথম ২০ জনের দৌড়েই লড়াই শেষ হয় তাঁর। ৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের সুন্দরী। গত বছরের বিশ্ব সুন্দরী অর্থাৎ মিস ওয়ার্ল্ড ২০২৪ Krystyna Pyszkova 'ক্রাউন' পরিয়ে দিয়েছেন তাইল্যান্ডের ওপালা সুচাতার মাথায়। উল্লেখ্য, এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাঁকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী। এক্ষেত্রেও তাই-ই হয়েছে। এবছর ৩১ মে তেলেঙ্গানার HITEX Exhibition Centre- এ মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল।
View this post on Instagram
তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি- র বেড়ে ওঠা ফুকেতে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি মন দিয়েছিলেন মডেলিংয়েও। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতামূলক একাধিক কাজে যুক্ত থেকেছেন ওপাল। মাত্র ১৬ বছর বয়সে স্তনে একটি 'লাম্প' ধরা পড়ে তাঁর। এরপর থেকেই তাইল্যান্ডে স্তন ক্যান্সার এবং তা দ্রুত ধরা পড়া, এই নিয়ে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত থেকেছেন তিনি। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন 'মিস ওয়ার্ল্ড ২০২৫'- প্রতিযোগিতায়। সবাইকে পিছনে ফেলে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের ওপাল।
View this post on Instagram























