Mission Majnu: 'মিশন মজনু'র স্ক্রিনিংয়ে হাজির কিয়ারা! সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক কি স্বীকার করলেন অবশেষে?
Bollywood Celebrity Updates: স্পাই থ্রিলার 'মিশন মজনু'তে মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র এবং রশ্মিকা মন্দান্নাকে। সম্প্রতি ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। আর সেখানে দেখা গেল কিয়ারা আডবাণীকে।
মুম্বই: আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে 'মিশন মজনু' (Mission Majnu)। যদিও প্রেক্ষাগৃহে নয়, এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। স্পাই থ্রিলার 'মিশন মজনু'তে মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং রশ্মিকা মন্দান্নাকে (Rashmika Mandanna)। সম্প্রতি ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। আর সেখানে দেখা গেল কিয়ারা আডবাণীকে (Kiara Advani)।
">
'মিশন মজনু'র স্পেশাল স্ক্রিনিংয়ে সিদ্ধার্থের সঙ্গে কিয়ারা-
সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ''মিশন মজনু''-র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন কিয়ারা আডবাণী। সাদা রঙের ক্রপ টপ, তার সঙ্গে মানানসই ট্রাউজার। প্রায় মেকআপ ছাড়াই দেখা গেল অভিনেত্রীকে। প্রেমিক সিদ্ধার্থ মলহোত্রর ছবির স্ক্রিনিংয়ে কিয়ারাকে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। তাঁরা কমেন্ট করছেন যে, তাহলে কি এভাবেই নিজেদের সম্পর্কের কথা জানান দিচ্ছেন বলিউডের এই চর্চিত জুটি?
">
আরও পড়ুন - The Kashmir Files: ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস', কবে?
প্রসঙ্গত, সম্পর্কের কথা এখনও অফিশিয়ালি ঘোষণা করেননি সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। যদিও শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। রাজস্থানের জয়সলমীরে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। পাশাপাশি, কিছুদিন আগেই ছিল সিদ্ধার্থের জন্মদিন। অভিনেতার জন্মদিনে তাঁদের ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেন কিয়ারা। নেটিজেনদের মত, মুখে প্রকাশ্যে স্বীকার না করলেও, এভাবেই ইঙ্গিতপূর্ম পোস্টের মাধ্যমে সম্পর্কের কথা জানাচ্ছেন তাঁরা।
">