Mithun Chakraborty: ভাঙা হাত নিয়ে শ্যুটিং, মিঠুনের অবস্থা দেখে কী করেছিলেন প্রভাস?
Mithun Chakraborty on Prabhas: সেই সময়ে বাংলায় 'সন্তান' ছবির শ্যুটিং সারছিলেন মিঠুন। সেই সময়ে হিন্দিতে 'ফৌজি' ছবির ফটোশ্যুট ছিল

কলকাতা: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ। অনেকাংশের শ্যুটিং ও হয়ে গিয়েছে। তবে এখনও একসঙ্গে সিনেমার শ্যুটিং করা হয়নি প্রভাস (Prabhas) ও কিংবদন্তি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র। তবে এই ছবির কাজের জন্য ইতিমধ্যেই একসঙ্গে সময় কাটিয়ে ফেলেছেন তাঁরা। সেই অভিজ্ঞতা কেমন ছিল? দক্ষিণের তারকার সঙ্গে বলিউডের 'ডিস্কো ডান্সার'-এর মোলাকত কেমন ছিল? সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, সেই অভিজ্ঞতার কথাই শোনালেন মিঠুন। 'ফৌজি' ছবিটির ফটোশ্যুটের সময় একসঙ্গে সময় কাটিয়েছেন মিঠুন ও প্রভাস।
এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জয়াপ্রদা। মূলত তাঁর সঙ্গেই শ্যুটিং সেরেছেন মিঠুন। এখনও পর্যন্ত প্রভাসের সিকোয়েন্স আসেনি। ফলে প্রভাস এখনও পর্যন্ত শ্যুটে আসেননি। তবে মিঠু জানিয়েছেন, ফটোশ্যুটের সময় তাঁর দেখা হয়েছে প্রভাসের সঙ্গে। তবে সেই সময়ে তাঁর হাতে চোট ছিল। আর তখনই বর্ষীয়ান অভিনেতার যথেষ্ট খেয়াল রেখেছিলেন প্রভাস। তাঁর কোনও অসুবিধা হচ্ছে কি না দেখা, যখন যা যা দরকার তাঁকে সব পৌঁছে দেওয়া, এ সবই হয়েছিল প্রভাসের তত্ত্বাবধানে। সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন মিঠুন।
সেই সময়ে বাংলায় 'সন্তান' ছবির শ্যুটিং সারছিলেন মিঠুন। সেই সময়ে হিন্দিতে 'ফৌজি' ছবির ফটোশ্যুট ছিল। তখন সদ্য সদ্য হাত ভেঙে গিয়েছিল মিঠুনের। তবে ব্যথার ওষুধ খেয়েই ফটোশ্যুটে গিয়েছিলেন তিনি। তারপরে সারাদিন ফটোশ্যুট করেছেন। তারপরে তিনি সেখান থেকেই হাসপাতালে চলে গিয়েছিলেন। কারণ পরের দিন তাঁর হাতে অস্ত্রোপচার করাতে হত। সেইদিন ফটোশ্য়ুটে মিঠুনের যথেষ্ট খেয়াল রেখেছিলেন প্রভাস। শুধু তাই নয়, সুস্থ হওয়ার পরে মিঠুন যখন সেটে ফেরেন, প্রভাস তাঁকে সতর্ক করেছিলেন যে পুরোপুরি সুস্থ না হয়ে তিনি যাতে শ্যুটিংয়ে না আসেন। মিঠুন আরও বলেন, শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত সবাই চেয়েছিলেন তিনি যাতে অস্ত্রোপচারের পরে পর্যাপ্ত বিশ্রাম পান। সেই কারণে তাঁরা শ্যুটিংয়ের দিন সেইভাবে ফেলেছিলেন।
এই ছবিতে মিঠুন ও প্রভাস ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুপম খের। এই ছবির শ্যুটিং করতে গিয়েই আহত হয়েছিলেন প্রভাস। সেই কারণে শ্যুটিংয়ের দিন পিছিয়ে গিয়েছে। প্রসঙ্গত বর্তমানে প্রভাসের হাতে সালার ও কল্কি-র মত বড় ছবির সিক্যুয়ালের কাজ রয়েছে। একাধিক নতুন ছবিতেও দেখা যেতে চলেছে তাঁকে। দক্ষিণী এই তারকাকে বলিউডের আরও ছবিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।






















