এক্সপ্লোর
Advertisement
গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, দিল্লিতে চলছে চিকিৎসা
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই বড়পর্দায় তিনি অনুপস্থিত। ছোটপর্দাতেও সেভাবে দেখা যাচ্ছিল না তাঁকে। রাজনীতির ময়দান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সবার অলক্ষ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন। তিনি হলেন বলিউডের একসময়ের ডিস্কো ডান্সার, মিঠুন চক্রবর্তী। সেই মিঠুন চক্রবর্তী যাঁর জন্যে একসময় পাগল ছিল কিশোরী থেকে প্রৌঢ়া সকলেই। যাঁর সঙ্গে নাম জড়িয়েছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। একটা সময় একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেই মিঠুন আজ গুরুতর অসুস্থ। পিঠের যন্ত্রণায় কাবু। সূত্রের খবর, দিল্লিতে তাঁর চিকিৎসা চলছে। তাই সবকিছু থেকে সাময়িক নির্বাসনে রয়েছেন তিনি।
বড়পর্দা থেকে ছুটি নিলেও, ছোটপর্দায় মাঝেমধ্যেই দেখা গিয়েছে মিঠুনকে। মূলত, ডান্স রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স-এর বিচারক ছিলেন তিনি। কিন্তু শরীরের কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান অভিনেতা।
পিঠের যন্ত্রণার জন্যে এক সময় উটিতেও চিকিৎসা করান মিঠুন। কিন্তু তেমন কোনও লাভ হয়নি। শেষবার তাঁকে আয়ুষ্মান খুরানা, পল্লবী শারদে অভিনীত 'হাওয়াইজাদে' ছবিতে দেখা গিয়েছিল। তবে সূত্রের দাবি, আপতত দিল্লিতে তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়াই দিচ্ছেন। খুব শীঘ্রই হয়তো ফের তাঁকে জীবনের মূল ট্র্যাকে ফিরে আসতে দেখবেন তাঁর ভক্তরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement