Mohali RPG attack: সলমন খানকে খুনের হুমকি মামলায় চাঞ্চল্যকর তথ্য, 'দায়িত্বপ্রাপ্ত' হেফাজতে জানাল দিল্লি পুলিশ
Salman Khan: সলমন খানকে খুনের হুমকি দেওয়ার মামলায় আচমকাই বড়সড় সাফল্য দিল্লি পুলিশের। গত মে মাসে মোহালিতে পঞ্জাব পুলিশের সদর দফতরে আরপিজি হামলায় জড়িত অভিযোগে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
নয়াদিল্লি: সলমন খানকে (salman khan) খুনের (murder) হুমকি দেওয়ার মামলায় আচমকাই বড়সড় সাফল্য দিল্লি পুলিশের (delhi police)। গত মে মাসে মোহালিতে (mohali) পঞ্জাব পুলিশের সদর দফতরে আরপিজি হামলায় জড়িত অভিযোগে দুই সন্দেহভাজন জঙ্গিকে (suspected terrorist) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এদের এক জন আবার অপ্রাপ্তবয়স্ক। পুলিশের দাবি, এই কিশোরকেই বলি-তারকার খুনের দায়িত্ব দিয়েছিল লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগওয়ানপুরিয়ার সিন্ডিকেট।
কী ভাবে সামনে এল তথ্য?
বিষয়টি নিয়ে অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছে দিল্লি পুলিশ। লেখা, 'মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে যে আরপিজি হামলা চলেছিল তার অভিযুক্তদের ধরেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। কুরুক্ষেত্রের শাহাবাদ থেকে যে আইইডি পাওয়া গিয়েছিল , সেই ঘটনাতেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।' সংবাদংস্থা পিটিআইয়ের দাবি, যে দুজনের কথা বলা হয়েছে তার মধ্যে এক জন, অপ্রাপ্তবয়স্ক কিশোরকে সলমন খানের খুনের নকশা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছিল বিষ্ণোই এবং ভগওয়ানপুরিয়ার সিন্ডিকেট। তবে সম্ভবত একা তাকেই এই দায়িত্ব দেওয়া হয়নি। দীপক সুরকপুর এবং মনু দাগার নামে আরও দুজনের কথা এই সূত্রে জানতে পেরেছে পুলিশ। এর মধ্যে মনু এখন জেলে, দীপক ফেরার। সূত্রের খবর, পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোর আরও জানিয়েছে প্রথমে সলমন খানকে নিশানা করা হলেও পরে তা বদলে যায়। এই ব্যাপারে উত্তরপ্রদেশের ফৈজাবাদের বাসিন্দা ওই অভিযুক্ত যে তথ্য দিয়েছে, তা ঠিক কিনা যাচাই করছে পুলিশ।
আর যা জানা গেল...
কিশোরের সঙ্গে দ্বিতীয় যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম অর্শদীপ সিংহ। আদতে পঞ্জাবের তরন তারনের বাসিন্দা সে। গত ৪ অগাস্ট হরিয়ানার কুরুক্ষেত্র থেকে যে আইইডি উদ্ধার হয়েছিল, সেই মামলায় অন্যতম অভিযুক্ত অর্শদীপ। দুজনকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য পেয়েছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল, এমনই খবর সূত্রের। সেখান থেকে তদন্তকারীদের দাবি, মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে যে হামলা চলেছিল তা গোটাটাই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র সঙ্গে বব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং স্থানীয় গ্যাংস্টারদের সম্মিলিত ষড়যন্ত্রের ফল। তবে এই ঘটনার তদন্তে নেমে যে সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার মামলার সঙ্গে জড়িতদের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য় উঠে আসবে, সেটা কি পোড়খাওয়া গোয়েন্দারাও ভেবেছিলেন? এনিয়ে অবশ্য কিছু বলছে না পুলিশ।
আরও পড়ুন:শনিবার কার্নিভাল, SSC চাকরিপ্রার্থীদের গাঁধীমূর্তির তলায় ধর্নায় না বসার 'নির্দেশ' পুলিশের