Monami Ghosh: আগেই চমক চঞ্চলের, মৃণাল সেনের স্ত্রী হিসেবে মনামীর লুক প্রকাশ্যে
Monami Ghosh Chanchak Chowdhury: চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের লুকও শেয়ার করে নিয়েছেন মনামী ঘোষ (Monami Ghosh)। মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে
কলকাতা: মৃণাল সেনকে (Mrinal Sen) নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। এই খবর আগেই ভাগ করে নিয়েছিলেন পরিচালক। আর এবার প্রকাশ্যে এল মৃণাল চৌধুরীর স্ত্রী-র ছবি। এই ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষ (Monami Ghosh)-কে।
চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের লুকও শেয়ার করে নিয়েছেন মনামী ঘোষ (Monami Ghosh)। মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। গীতা সেন হিসেবে মনামী শেয়ার করে নিয়েছেন নিজের লুকও। সাদা কালোয় মনামীকে এক্কেবারে অন্যরকম দেখাচ্ছে।
আরও পড়ুন: Sidharth-Kiara Updates: কিয়ারার উপর নজরদারি চালাতেন সিদ্ধার্থ? কেন?
ছবি শেয়ার করে মনামী লিখেছেন, 'হাজার মাইল পথের যাত্রা শুরু হয় কেবলমাত্র একটি ধাপ দিয়ে'। মনামী ট্যাগ করেছেন সোমনাথ কুন্ডুকে। ইতিহাসের কোনও চরিত্রকে ফুটিয়ে তুলতে হলেই টলিউডের এখন ভরসা প্রস্থেটিক মেকআপ। জিতু কমলের সত্যজিৎ রায় হয়ে ওঠা বা গার্গী রায়চৌধুরীর মহাশ্বেতা দেবী হয়ে ওঠা, প্রস্থেটিক মেকআপ বারে বারে মুগ্ধ করেছে দর্শকদের।
View this post on Instagram