Monami Ghosh Update: 'অগোছালো লম্বা' চুল, চোখে চশমা পরে কী বার্তা দিচ্ছেন মনামী ঘোষ?
Monami Ghosh Update: কিছুদিন আগেই লাদাখে লম্বা ছুটি কাটিয়ে এলেন 'বেলাশেষে' অভিনেত্রী মনামী ঘোষ। তাঁর প্রোফাইল ভরে ওঠে ঝলমলে রোদমাখা পাহাড়ি ছবিতে। বিভিন্ন চোখ ধাঁধানো লোকেশনে অজস্র ছবি তোলেন তিনি।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারকাদের মধ্যে অভিনেত্রী মনামী ঘোষ অন্যতম। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবির সিরিজ পোস্ট করলেন অভিনেত্রী। তাঁর পোশাক দেখে স্পষ্ট, হালকা ঠান্ডা পড়েছে শহরে।
সাদা উলের টপ আর প্যান্ট, চোখে কালো ফ্রেমের চশমা, এলো চুল। পোস্টের ক্যাপশনে কী লিখলেন অভিনেত্রী? 'চুল অগোছালো আর লম্বা হতে দাও'। মনামীর পোস্ট করা ছবিতে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।
View this post on Instagram
কিছুদিন আগেই লাদাখে লম্বা ছুটি কাটিয়ে এলেন 'বেলাশেষে' অভিনেত্রী মনামী ঘোষ। তাঁর প্রোফাইল ভরে ওঠে ঝলমলে রোদমাখা পাহাড়ি ছবিতে। বিভিন্ন চোখ ধাঁধানো লোকেশনে অজস্র ছবি তোলেন তিনি। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি নাচের ভিডিও। ট্রেন্ডিং গানে পা মিলিয়ে ভিডিও করেন অভিনেত্রী।
আরও পড়ুন: Mimi Chakraborty: 'আমারো পরাণ যাহা চায়, তুমি তাই', কার জন্য গান গাইলেন মিমি?
সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্রেন্ডিং গানের অন্যতম হচ্ছে 'ইন দ্য গেট্টো'। সেই মিউজিকেই পা মেলান মনামী। ক্যাপশনে লেখেন, 'ইন দ্য গেট্টো..অন দ্য হিলস'। পাহাড়ের বুকে, চোখে সানগ্লাস আর জ্যাকেট-গামবুটে নিজের মুভস ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী। কমেন্ট সেকশন ভরে অনুরাগীদের প্রশংসায়।