এক্সপ্লোর
Advertisement
রণবীরের জীবন নিয়ে খোলাখুলি নীতু, দাবি একজন মা-ই ছেলের জন্যে সেরা কী জানেন
মুম্বই: নীতু সিংহ নিজেই একজন শিশুশীল্পি হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তারপর রুপোলি পর্দায় জমিয়ে অভিনয়, ঋষি কপূরকে বিয়ে, টালমাটাল বিবাহিত জীবন এবং এখন তাঁর বেশি পরিচিতি তিনি রণবীর কপূরের মা। এবার ছেলের জীবন, কেরিয়ার, বান্ধবীদের নিয়ে মুখ খুললেন নীতু, বললেন একমাত্র একজন মাই জানেন তাঁর ছেলের জন্যে সেরাটা কী!
নীতুর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁর কাছে মেয়ে বেশি প্রিয় না ছেলে....নীতুর স্পষ্ট উত্তর একজন মায়ের কাছে ছেলে এবং মেয়ে দুজনই সমান। শুধু রণবীর যখন মাকে প্রশ্ন করতেন যে তিনি কাকে বেশি ভালবাসেন, তার উত্তরে নীতু বলেন, ঋদ্ধিমাকে দু বছরের বেশি ভালবাসেন তিনি।
পড়াশোনায় কেমন ছিলেন ছোট্ট রণবীর। নীতুর কথায়, স্কুল থেকে প্রতিবছর তাঁকে ডাকা হত। শিক্ষকদের একটাই অভিযোগ ছিল রণবীরের পড়াশোনায় কোনও মন নেই। ক্লাস থেকে কোনও না কোনও ছুতোয় বেরিয়ে যেত এবং পরে দেখা যেত বেড়ালের সঙ্গে খেলছে।
এমনকি দুষ্টুমিতেও রণবীর ছিলেন সেরা। সমস্ত খেলনা ভেঙে দেখতেন সেটা কীভাবে তৈরি করা হয়েছে। একবার নিউইয়র্কে গিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেখেছিলেন, কী হয়...তারপর নীতু ঋষিকে সেখানকার পুলিশের সঙ্গে সমঝোতা করতে হয়।
নীতুর কথায়, তাঁর ছেলে বলিউডের হার্টথ্রব হতে পারে, বহু নারীর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। কিন্তু আসলে তাঁর ছেলে ভীষণই লাজুক স্বভাবের। নিজের থেকে কারও সঙ্গে গিয়ে কথা বলেন না। বরং মেয়েরাই এগিয়ে আসে তাঁর সঙ্গে কথা বলার জন্যে। মায়ের কথায় তাঁর ছেলে এত নরম স্বভাবের যে কোনও মেয়েকেই না বলতে পারেন না, সেইজন্যেই একের পর এক ভুল সম্পর্কে জড়িয়েছেন তিনি। এক বান্ধবী প্রসঙ্গে নীতুর বক্তব্য, তিনি তাঁর ছেলেকে রাতে ঘুমোতে পর্যন্ত দিতেন না। নীতুর একটাই শান্তি তাঁর ছেলের কাছে তিনিই শেষ কথা। নীতু যদি একবার বলে দেন কোনও বিষয় না, তাহলে রণবীর সেই বিষয়টাই এড়িয়ে যান। ছেলের বান্ধবীদের নিয়েও তাই নীতুর মত ছিল বহু মেয়ের সঙ্গে মেশো, তাঁদের সঙ্গে ডেটে যাও, কিন্তু কমিট করার দরকার নেই। একজন সাধারণ মেয়েই তাঁর ছেলের জন্যে সঠিক পছ্ন্দ, কারণ সেই মেয়ে রণবীরের জীবনে আসবে, তিনি কী সেইজন্যে না, কেমন মানুষ সেইজন্যে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement