এক্সপ্লোর
ছবির নাম 'অসুর', সাংসদ হওয়ার পর ফের রূপোলি পর্দায় নুসরত
1/7

রুপোলি পর্দা থেকে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এরপর আরও একবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার ফিরছেন তিনি। নতুন একটি সিনেমার জন্য সই করেছেন তিনি। সাংসদ হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম সিনেমা। (Photo Credit: @nusratchirps)
2/7

ওই সিনেমা মুক্তি পেতে অবশ্য কিছুদিন সময় লাগবে। সাংসদ হওয়া এবং বিয়ের পর তাঁকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। (Photo Credit: @nusratchirps)
Published at : 02 Sep 2019 05:06 PM (IST)
Tags :
Nusrat JahanView More






















